দেশের সময় ওয়েবডেস্কঃ করোনার মৃদু উপসর্গ থাকলে বাড়িতে থেকেই চিকিৎসার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘মাইল্ড সিম্পটম থাকলে ঘরে থাকুন। অযথা হাসপাতালের বেড আটকানো যাবে না।’’
মঙ্গলবার উত্তরবঙ্গের দুই জেলা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তাদের সঙ্গে উত্তরকন্যায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের করোনা পরিস্থিতিও নিয়ে চলে আলাপ আলোচনা। মুখ্যমন্ত্রী জানান, সামনেই শারদোৎসব। তাই এই সময় সবাইকেই বাড়তি সতর্কতা নিতে হবে। অসতর্ক হলেও বিপদ বাড়বে। চিকিৎসা কর্মীদেরও সাবধানে কাজ করার পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, ‘‘চিকিৎসার সঙ্গে জড়িত সবার পরিশ্রমেই উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই কোভিড যোদ্ধাদের প্রত্যেকের জন্য আমি গর্বিত।’’
মঙ্গলবার উত্তরকন্যার বৈঠকে যোগ দিয়েছিলেন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তারা। বুধবার কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।