দেশের সময় ওয়েবডেস্কঃ কেরলের কোঝিকোড় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস বিমান। জানা গিয়েছে, দুবাই থেকে আসছিল বিমানটি৷ বিমানকর্মী-সহ মোট ১৯১ জন ছিলেন ওই বিমানে। বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময়ে পিছলে যায় বিমানটি। দু’জন পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Prayers for the 191 passengers on board … Calicut 🙏
— Rahul Dev (@RahulDevRising) August 7, 2020
#AirIndiaExpress #airindia pic.twitter.com/Rq2Jqjeek2
প্রাথমিক ভাবে জানা গেছে, অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণেই এই বিপর্যয়। সন্ধে সাড়ে সাতটা নাগাদ যখন প্লেনটি ল্যান্ড করছিল, তখন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। প্লেনটি কয়েকটি টুকরো হয়ে গিয়েছে। প্লেনের সামনের অংশটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিরুবনন্তপুরমের সাংসদ শশী তারুর জানিয়েছেন, ২ জন পাইলটই মারা গিয়েছে। তবে ১৭৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ৪০ জন যাত্রী গুরুতর আহত। আরও ২ জন যাত্রীও মারা গিয়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর।
কোঝিকোড় বিমানবন্দর ম্যাঙ্গালুরুর মতোই টেবিলটপ এয়ারপোর্ট। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। বিমানবন্দর সূত্রের খবর, কপাল ভাল প্লেনটিতে আগুন লেগে যায়নি। এত বড় দুর্ঘটনায় সে ঝুঁকি ছিল পূর্ণমাত্রায়।