হাবরা পৌরসভার উদ্যগে শিশু উৎসবে সামিল খাদ্য মন্ত্রী

0
930

দেশের সময়, ওয়েব ডেস্ক:- বর্ষ শেষের সন্ধিক্ষণে হাবরা পৌরসভার উদ্যগে আয়োজিত হলো শিশু উৎসব। রবিবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই সজ্জিত হয় হাবরা দেশবন্ধু পার্ক। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি পৌর এলাকার সকল শিশুদের উপস্থিতিতে রঙিন হয়ে ওঠে শিশু উৎসবের মাহাত্ম্য। বসে আঁক সহ একাধিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলবে এই অনুষ্ঠান।

Previous articleবছর শেষে চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন।
Next articleবাংলাদেশের সাধারণ নির্বাচনে সংঘর্ষ,মৃত অন্তত ১৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here