সম্পাদকীয় –পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশ হতে দেখা গেল,গোটা দেশে বিজেপির ক্ষমতার রাশ কিছুটা আলগা হয়েছে।মধ্যপ্রদেশ,রাজস্থান,ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতা ছনিয়ে নিয়েছে বিজেপির কাছ থেকে।আবার মিজোরামে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস,তেলেঙ্গানায় আবার জয়ী চন্দ্রশেখর রাও।সব মিলিয়ে নানা মুখি ফলাফলে রীতিমতো বর্ণময় এ দেশের গণতন্ত্র।ভোটে জেতা হারাকে বাদ দিয়ে আমরা বলবো এটাই গণতন্ত্র,এটাই গণতন্ত্রের রীতি।একদল জিতবে,একদল হারবে,সেটা বড় কথা নয়,বড় কথা মানুষ যেন স্বাধীনভাবে তাদের মতামত জানাতে পারেন।আমরা বার বার বলি গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখাটাই বড় কথা।আর তাই সদ্য শেষ হওয়া বিভিন্ন রাজ্যে ভোটের ফলাফল দেখে আমাদের মত,রাজনৈতিক দলগুলি নয় জিতেছে আসলে এদেশের গণতন্ত্র।যারা ক্ষমতায় ছিল তাদের সরিয়ে দিয়ে মানুষ নতুনদের সুযোগ করে দিয়েছেন,এটাই তো গণতন্ত্রের শক্তি,গণতন্ত্রের গর্ব।এই রায় মেনে নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের পরবর্তী কর্মসুচি নির্ধারণ করবেন।যারা হেরেছেন তারা আত্মসমালোচনা করে,কোথায় ভুল ছিল তা খুঁজে নিয়ে আবার পাঁচ বছর পর মানুষের কাছে পরীক্ষা দিতে বসবেন।আর যারা জিতলেন তাদের মনে রাখতে হবে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তা পালন করতে হবে,দায়বদ্ধ থাকতে হবে মানুষের কাছে।কতটা পারলেন,কতটা পারলেন না পাঁচ বছর পর মানুষ তা আবার যাচাই করবে।যারা হারলেন তাদের যেমন লজ্জা পাবার কিছু নেই,আবার যারা জিতলেন তাদেরও উল্লসিত হাবার কিছু নেই,বরং তাদের দায়িত্বের কথা মনে রাখতে হবে,মনে রাখতে হবে আমাদের এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে,তাই ঔদ্ধত্য-অহংকার সব সময় বর্জন করা উচিত।গণতন্ত্রে যারা ক্ষমতার অলিন্দে পৌঁছে মানুষকে অপমান করেন,অবজ্ঞা করেন,তাদের জন্য প্রত্যাখ্যান অপেক্ষা করে থাকে,আর সেই প্রত্যাখ্যানের বার্তা আসে মানুষের কাছ থেকেই।আমাদের এই ব্যবস্থায় সাধারণ মানুষ নানা ভাবে বঞ্চিত হয়েছে,লাঞ্ছিত হয়েছে,প্রতারিত হয়েছে বার বার,তবু এই গণতন্ত্রের শক্তিতেই মানুষ ক্ষমতাধর রাজনৈতিক নেতাদের শিক্ষা দিয়েছে,জব্দ করেছে,সরিয়ে দিয়েছে ক্ষমতার অলিন্দ থেকে,তাই এই গণতন্ত্র আসলে মানুষের হাতিয়ার,আম আদমির হাতিয়ার,এই হাতিয়ারকে কোনভাবেই হেয় করার উপায় নেই।আমাদের দাবি থাকবে নিজেদের বোধ ও চেতনা দিয়ে সাধারণ মানুষ এই হাতিয়ারকে আর শানিত,আর ধারাল করে তুলুন।পাঁচ রাজ্যের ভোটের ফলাফল বেরুবার পর সাংবাদিক সম্মেলনে এসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চমত্কার একটা কথা বলেছেন,বলেছেন বিজেপি নেতারা যেভাবে কংগ্রেস মুক্ত ভারতের আওয়াজ তুলেছিলেন তিনি সেভাবে বিজেপি মুক্ত ভারতের আওয়াজ তুলবেন না তিনি এবং তাঁদের দল বিজেপির নীতির বিরুদ্ধে,আদর্শের বিরুদ্ধে লড়বেন,তাদের হারাবেন,কিন্তু বিজেপিকে ভারত থেকে মুক্ত করার কথা বলবেন না,কারণ তিনি চান বিজেপি এদেশের পার্টি হিসেবে এদেশে থাকুক,তাদের রাজনীতিও তারা করুক।গণতান্ত্রীক নিয়মে লড়াই হোক কিন্তু কাউকে দেশছাড়া করার স্লোগান দেওয়া গণতন্ত্রের রীতি না।কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই বক্তব্য গণতন্ত্রের যথার্থ প্রতিফলন বলেই আমরা মনে করি,তাঁকে ধন্যবাদ জানিয়ে আমরা চাইবো সবাই এই পথ ধরেই গণতন্ত্রের পথকে সুগম করে তুলুক।