দেশের সময় ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে পুনরায় চ্যাপেল অধ্যায়ের উত্থাপন। নিজের জীবন কাহিনীতে গ্রেগ চ্যাপেল সম্পর্কে বিস্ফোরক ভিভিএস লক্ষন। রচনাকালে তার স্পষ্ট মত, “চ্যাপেলের কোচিং সময়কালে জীবনের সব থেকে খারাপ সময়টা উপলব্ধি করেছিলাম আমি”। এপ্রসঙ্গে তিনি বিস্তারিত লিখেছেন, “অত্যন্ত কঠোর মনোভাবাপন্ন ব্যাক্তি গ্রেগ চ্যাপেল”। “একটি আন্তর্জাতিক দল কিভাবে চালনা করতে হয় তা কোনদিন চ্যাপেলের বোধগম্য হয়েছে বলে মনে হয় না”। “দলের মধ্যে তৈরি হয়েছিল দু-তিনটি গোষ্ঠী”। “চোখের সামনে দেখেছিলাম কিভাবে দলটি ভেঙে পরেছিল”। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান মনে করেন, “গ্রেগ হয়তো ভুলে গেছিল যে ও কোচ, আসল কাজ মাঠে নেমে খেলোয়াড়দের করতে হয়”। “কিছু ক্রিকেটার তার কাছের মানুষ ছিলেন, তাই সকলকে ছেড়ে তাদের উপর নজর রাখতেন তিনি”। অতএব এখান থেকেই স্পষ্ট ব্যাটসম্যান গ্রেগ চ্যাপেল কে তিনি সন্মান জানালেও কোচের ক্ষেত্রে সম্পুর্ন ভিন্ন মেরুতে অবস্হান করছেন ভিভিএস লক্ষন।