দেশের সময় বনগাঁ: ডেঙ্গু মোকাবিলায় এবার পথে নামলেন বনগাঁর দমকল বাহিনী। দপ্তরের আশপাশ অঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়লেন। দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক এর নেতৃত্বে রবিবার সকাল থেকে এই কাজে নেমে পড়েন দপ্তরের প্রায় ১৭ জন কর্মী। উদ্দেশ্য এলাকাকে জঞ্জালমুক্ত করে ডেঙ্গু প্রতিহত করা পাশাপাশি এ ব্যাপারে স্থানীয় মানুষদের সচেতন করা।
এদিন সকালে ডিউটি চলাকালীন হাতে শাবল নিড়ানি নিয়ে উল্টোদিকের একটি জলাশয়ের আশপাশের আবর্জনা, আগাছা কেটে পরিষ্কার করে সেখানে গাছ লাগান তারা। আধিকারিকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কর্মীরা। আর এই কাজে শামিল হওয়ার জন্য নিজের খরচে আজ সহকর্মীদের খাওয়ার আয়োজন করেছেন দপ্তরের আধিকারিক।
দমকল বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষ। তারা উদ্যোগী হয়ে এই কাজে যুক্ত দপ্তরের কর্মীদের প্রাতরাশ এর ব্যবস্থা করেছেন। দমকল বিভাগের এই উদ্যোগে এলাকার মানুষ সচেতন হবেন বলে আশা দমকল বাহিনীর। এদিনই শেষ নয় এরপরেও ধাপে ধাপে ডাক্তারের বাকি কর্মীদেরও এই সামাজিক কাজে শামিল করা হবে বলে বনগাঁ দমকল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন।