১১১ জন বাংলাদেশিক আটক বনগাঁয়

0
1716

দেশের সময় ওয়েব ডেস্কঃ চোরা পথে ভারত থেকে বাংলাদেশ যাবার পথে মহিলা ও শিশু সহ ১১১ জন বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার ঘুণারমাঠ এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, কাজের সন্ধানে বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই চোরাপথে ভারতে প্রবেশ করে বাংলাদেশিরা। শিশু, মহিলা সহ পরিবারকে নিয়ে বেশিরভাগ পুরুষ ভারতে দালালের হাত ধরে চলে আসে। সীমান্ত পেরিয়ে তারা দিল্লি, ব্যাঙ্গালোর, পুনে, মুম্বাই ইত্যাদি শহরে ছড়িয়ে পড়ে। সেখানে কাজকর্ম করে জীবন যাপন করে। কাজের ফাঁকে মাঝে মধ্যে তারা পরিবার নিয়ে চোরাপথে নিজেদের দেশে ঘুরতে যায়।

এমনই একটি দল এদিন চোরা পথে ভারত থেকে বাংলাদেশ যাবার পথে বিএসএফের ৬৪ নম্বর ব্যাটেলিয়নের হাতে ধরা পড়ে। তারা সবাই ব্যাঙ্গালোর থেকে ফিরছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে যাওয়ার। তাদের সবাইকে আজ বনগাঁ আদালতে তোলা হয়।

Previous articleবোমা তৈরির মশলা উদ্ধার,ভোটের আগে ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে
Next articleSC Allows Temple Construction In Disputed Land; Alternate Plot Of 5 Acres For Mosque -Won’t file review petition, says UP Sunni Waqf Board

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here