বিসর্জনের পরে উত্তর ২৪ পরগনার জেলা সদর শহর বারাসতের কালী পুজো ২০১৮ কেমন ছিল, ঘুরে এসে লিখছেন দেশের সময় এর প্রতিনিধি-রতন সিনহাঃ
পঞ্জিকা মতে কালী পুজোর বিসর্জন এর সময় পেড়িয়েগেছে অনেক আগেই৷গত মঙ্গলবার ছিল দীপাবলী,৪দিন কেটে গেলেও শুক্রবার গভীর রাত পর্যন্ত উৎসবমুখর বাঙালীর ভিড়ে ঠাসা ছিল প্রতিটি মন্ডপ ৷ভিড়টা শুরু হয়েছিল গত রবিবার থেকেই। সময়ের সাথে সেই ভিড় বদলে যায় জনসমুদ্রে। শুধু মন্ত্রী, নেতা, মুম্বইয়ের অভিনেতা-অভিনেত্রী বা রাজ্যের মানুষই নন, বিদেশি অতিথিরাও ভিড় করেছিলেন মণ্ডপ, প্রতিমা আর আলোকসজ্জা দেখতে অবিভূত তাঁরা।
এক কথায় এবারের কালীপুজো যেন ৫দিনের দুর্গাউৎসবে পরিনত হয়েছিল৷ উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসতের। প্রতিটি রাস্তায় মায়াবী আলোয় বন্ধু,বান্ধবী দের দল বেঁধে নিজস্বী তোলার ধুম ছিল চোখে পরার মোতো৷বারাসত স্টেশন সংলগ্ন ‘পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে’র বিশাল পুকুরটি বদলেগিয়েছিল পুণ্যতোয়া গঙ্গায়। আর সেখানেই নদী-পাড়ে হরিদ্বারের মনসাদেবীর মন্দিরের আদলে মণ্ডপ,যেন হরিদ্বারের পীঠস্থানকেই হাতের মুঠোয় পেয়েছে বাঙালী। বিশাল মাঠে বসেছিল মেলা।