দেশের সময় ওয়েবডেস্কঃ আজ ২৬ জানুয়ারি, ভারত উদযাপন করছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠান। কোভিড বিধি মেনেই কম সংখ্যক দর্শকের উপস্থিতিতেই পালিত হবে প্রজাতন্ত্র দিবস। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ থেকে আগত বহু বিশিষ্ট অতিথিরা।

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। ২৬ জানুয়ারি প্যারেড শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি যাতে মেনে চলা হয়, সেই দিকে রয়েছে বিশেষ নজর। কোভিড টিকার দু’টি ডোজ নেওয়া না থাকলে দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। এই বছর ২৬ জানুয়ারি দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্বাস্থ্যকর্মী, রিক্সা চালক, অটোচালকদের।

সমগ্র দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, ”জয় হিন্দ”।

টুইট করে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ”দেশের গর্ব, ঐক্য এবং অখণ্ড রক্ষার স্বার্থে আত্মবলিদানকারী সমস্ত জওয়ানদের মাথা নত করে প্রণাম জানাই।”

দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”চলুন সকলে দেশের সংবিধানের মৌলিক কাঠামো রক্ষার অঙ্গীকার গড়ি। বিশেষত এর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষার দায়িত্ব নিই সকলে। রক্ষা করি দেশের ন্যায়বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সৌভ্রাতৃত্ব। যে সংবিধান আমাদের মৌলিক অধিকার দিয়েছে, তাকে রক্ষার দায়িত্ব গ্রহণ করি সকলে। দেশের সমস্ত বীরযোদ্ধা জওয়ানদের আমি স্যালুট জানাচ্ছি। যাদের আত্মবলিদান এবং কর্তব্যবোধ দেশকে সুরক্ষিত রেখেছে তাঁদের প্রণাম জানাই। সর্বশেষে দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর পিলার হিসেবে দেশের সমস্ত মানুষকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই।”

শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী

দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাধারণতন্ত্র দিবস উদযাপনে দেশকে নেতৃত্ব দেবেন। প্রতিবছরের মতো এবছরেও রাজধানীর রাজপথে প্রদর্শিত হবে ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও অন্যান্য নানা উদ্যোগ। ঐতিহ্যশালী প্যারাডে অংশ নেবে দেশের তরুণ প্রজন্ম।

বিনাশ ফরমেশন’-এ প্রদর্শিত হবে পাঁচটি রাফায়েল বিমানের মহড়া। ‘বরুণা ফরমেশন’-এ মহড়া দেবে মিগ-১৯কে এবং পি-৮১ যুদ্ধবিমান। এরপর থাকবে ১৭টি জাগুয়ার।
দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনায় এদিন ৭৫টি হেলিকপ্টারের মহড়া প্রদর্শিত হবে। যা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অন্যতম বিশেষ আকর্ষণ।
এ বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির রাজপথে থাকবে ১৬টি মার্চিং কনটিনজেন্টস, ১৭টি মিলিটারি ব্যান্ড এবং ২৫টি ট্যাবলো।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে উদযাপিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। এবছরের প্রজাতন্ত্র দিবসের উদযাপনও তাই বিশেষ। এবছর তাই রাজপিঠে কুচকাওয়াজ চলাকালীন নতুন কিছু অনুষ্ঠান দেখবে দেশবাসী। সরকার আগেই জানিয়েছে এবছর প্রজাতন্রত দিবসের অনুষ্ঠান হবে এক সপ্তাহব্যাপী, ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। সেই অনুযায়ী নেতাজির জন্মজয়ন্তীর দিন থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চলবে শহিদ দিবস পর্যন্ত।

২৯ জানুয়ারি দিল্লিতে একটি ড্রোন প্রদর্শনী হবে, যা এর আগে কখনও হয়নি। সেখানে থাকবে এক হাজার ড্রোন। এছাড়াও দেশজুড়ে বন্দেমাতরম নাচের প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা ৪৮০ জন নৃত্যশিল্পীকে নিয়ে থাকছে একটি নৃত্য প্রদর্শনীও।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে কলকাতাতেও। রেড রোডে সেই প্রস্তুতি তুঙ্গে। প্রতি বছরের মতো এবছরেও রেড রোডে জমকালো অনুষ্ঠান হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। এই উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকেই। রেড রোডে থাকছে বাড়তি নিরাপত্তা। রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে বলে খবর। কোভিডের কারণে এবছরেও থাকছে না সাধারণের প্রবেশের অনুমতি।  পাঁচটি ওয়াচ টাওয়ার রাখা হয়েছে রেড রোডে। থাকছেন হাজারের বেশি পুলিশকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here