দেশের সময়ওয়েবডেস্কঃ‌ বাংলা মিত্রহীন’‌, সৌমিত্রর প্রতি আমুল বাংলার অভিনব শ্রদ্ধাজ্ঞাপন। ৪০ দিন যুদ্ধ ধরে ‘‌ফাইট’ করেছিলেন বাঙালির ‘‌ক্ষিদ্দা’। কিন্তু রবিবার দীপাবলির আনন্দকে ম্লান করে দিয়ে বেলা ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি তো কেবল বাংলার রত্ন নন, তিনি গোটা বিশ্বের দরবারে নিজের নাম উজ্জ্বল করেছিলেন।

আমুল টপিক্যাল এবার তাদের ম্যাসকট ও কার্টুনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আমুলের শব্দখেলার অভিনবত্ব নতুন নয়। এবারেও সেই ধারা বজায় রেখে ‘‌বাংলা আমুল’ টুইটারে‌ নতুন কার্টুন পোস্ট করল।

ছবিতে লেখা ‘‌বাংলা মিত্রহীন’। ছবির ওপর দিকে সৌমিত্রর ছবি ও নীচের দিকে আমুল ম্যাসকট একটি মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। ক্যাপশনে লেখা, ‘‌বাংলা তার অন্যতম শ্রেষ্ঠ এক রত্নকে হারিয়ে শোকস্তব্ধ!’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here