‌গরিব মানুষদেরকে নিজে হাতে খাবার বিলি করলেন মুখ্যমন্ত্রী

0
780

দেশের সময় ওয়েবডেস্কঃ আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদী মুখ দেখল শহরবাসী। শুক্রবার বিকেলে আলিপুরে ৩০০জন রিকশ্‌চালককে নিজের হাতে খাবারের প্যাকেট বিলি করলেন মুখ্যমন্ত্রী।

তারপর কালীঘাটে গিয়ে সেখানে অস্থায়ী নাইট শেল্টারে আশ্রয় নেওয়া অসহায় মানুষদের হাতে একইভাবে তুলে দেন চাল, ডাল, আলু, তেল, নুনের প্যাকেট। ফুটপাথবাসীদের মধ্যেও খাবার বিলি করেন মুখ্যমন্ত্রী।


করোনাভাইরাসের কারণে সারা দেশে আগামী ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাতে সমর্থন করেছে সব রাজ্যগুলোর সরকারই। লকডাউনের ফলে কলকারখানা, দোকানপাট, বড় বিপনির মতো সব বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীনতা চাগাড় দিয়েছে। এই অবস্থায় দৈনিক রোজগারের উপর নির্ভরশীল মানুষরা যাতে অভুক্ত না থাকে সেকারণেই এই পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।

ছবি তুলেছেন- কুন্তল চক্রবর্তী।

Previous articleকরোনা সুযোগ:বনগাঁ থানার ঢিল ছোঁড়া দূরত্ব থেকে বাইক চুরি হয়ে গেল অবাক এলাকার মানুষ
Next articleকরোনা আপডেট: ‌রাজ্যে কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ জন, একই পরিবারের আরও ৫ সদস্যের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here