নিজস্ব প্রতিবেদন, দেশের সময়: শ্রীনগরের রেকর্ড তুষারপাত আর প্রতিকূল আবহাওয়া ভেস্তে দিয়েছিল ১০ ফেব্রুয়ারির ইস্টবেঙ্গল-রিয়েল কাশ্মীর ম্যাচ। সেই ম্যাচ হবে ২৮ ফেব্রুয়ারি শ্রীনগরেই। ফলে চলতি আই লিগে লাল হলুদ ব্রিগেডকে তাঁদের গুরুত্বপূর্ণ শেষ দু’টি ম্যাচই খেলতে হবে শহরের বাইরে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এ দিন জানিয়েছে ২৮ ফেব্রুয়ারি শ্রীনগরেই হবে এই ম্যাচ। ততদিনে আবহাওয়া ঠিক হয়ে যাবে। দু’দিন আগেই তুষারপাত বন্ধ হয়েছে। তবে সূচী পরিবর্তন হওয়ায় বেশ চাপে লাল হলুদ। ঘরের মাঠে ১৪ ফেব্রুয়ারি লাজং ম্যাচ খেলে ১৭ ফেব্রুয়ারি চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ও ২৫ ফেব্রুয়ারি আইজলের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। তিন ম্যাচই যুবভারতীতে। ২৮ ফেব্রুয়ারি শ্রীনগরে কাশ্মীর ম্যাচ খেলে ৩ মার্চ শেষ ম্যাচ মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে জবি, কোলাডোরা।
নেরোকা গতকাল চেন্নাইকে আটকে দেওয়ায় এখন অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। চেন্নাই ১৬ ম্যাচে ৩৪ পয়েন্টে, রিয়েল কাশ্মীর ১৬ ম্যাচে ৩২ পয়েন্টে দাঁড়িয়ে। সেখানে দুই ম্যাচ কম খেলে ১৪ ম্যাচে ২৮ পয়েন্টে রয়েছে লাল হলুদ। ৬ ম্যাচের সবকটাই এখন ডু অর ডাই ইস্টবেঙ্গলের। প্রথম লেগে লাজংকে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছিল আলেজান্দ্রো মেনেন্দেজের দল। এখন ম্যাচ প্রতি পরিকল্পনা করে নামতে চাইছেন কোচ। বাকি সব ম্যাচ জিতে খেতাব জয়ের কতটা কাছে যেতে পারবে ইস্টবেঙ্গল এখন সেটাই দেখার।