দেশের সময় ওয়েবডেস্কঃ এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায়। এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
হাবড়া থানার বিরা নারায়ণপুর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার পরিবারের অভিযোগ, প্রতিবেশী সুজিত মণ্ডল নামের এক যুবক ওই নাবালিকাকে ফুঁসলিয়ে নদিয়া জেলার শান্তিপুরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। তারপর সেখানে নাবালিকাকে ধর্ষণ করে সে। বৃহস্পতিবার বাড়ি ফিরে আসে নাবালিকা। তার আচরণে সন্দেহ হয় পরিবারের। কারও সঙ্গে বেশি কথা বলছিল না মেয়েটি।
পুলিশ জানিয়েছে, নাবালিকার মা তাকে জেরা করতেই সে সবকিছু খুলে বলে। এরপরেই শুক্রবার হাবড়া থানায় গিয়ে প্রতিবেশী সুজিত মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
জানা গিয়েছে, রবিবার বারাসাত আদালতে তোলা হবে অভিযুক্ত সুজিতকে। তার আগে হাবড়া হাসপাতালে অভিযুক্ত ও নাবালিকা দু’জনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ প্রমাণিত হলে ওই যুবকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়বাসিন্দারা।