সেতু ভেঙে জলে পড়ে গেল ট্রেন! মৃত অন্তত ৭ জন, আহত শতাধিক

0
1535

দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে৷ এবার লাইনচ্যুত হয়ে, ব্রিজ় ভেঙে খালে পড়ে গেল ট্রেনের পাঁচটি বগি। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু সংবাদ এসেছে। আহত একশো জনেরও বেশি।

জানা গিয়েছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময়, কুলাউড়া এলাকায় আন্তঃনগর উপবন এক্সপ্রেসে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা৷। রবিবার রাত পৌনে ১২টার দিকে ট্রেনটির পাঁচটি বগি আচমকা লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়৷ উল্টে যায় আরও একটি বগি৷

সম্প্রতি সিলেট-ঢাকা সড়কপথে ভারী যান চলাচল বন্ধ থাকায় রেলপথের উপরে চাপ বাড়তে থাকে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীদের। ফলে এ দিনও যত যাত্রী ধারণের ক্ষমতা, তার থেকে অনেক বেশি যাত্রী ছিল দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে৷ এই অতিরিক্ত ভারের জন্যই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে৷

স্থানীয় রেলওয়ে থানার ওসি আবদুল মালেক জানিয়েছেন, আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি। তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে দিয়েছে৷

এই দুর্ঘটনার পরেই সিলেটের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

Previous articleকাটমানি: বিজেপির ডাকা সালিশি সভায়, টাকা ফেরতের মুচলেকা দিল তৃণমূল
Next articleআজ বিজেপির পুলিশ সুপার ঘেরাও অভিযান,জেলায় জেলায় গোলমালের আশঙ্কায় সতর্ক পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here