দেশের সময়: বনগাঁ: শ্রমিক দিবস উপলক্ষে বুধবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে অভিনব মিছিল বের হল বনগাঁয়। এই মিছিলের অন্যতম উদ্যোক্তা তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস।
ছিলেন নারায়ণ ঘোষ সহ অন্যান্য শ্রমিক নেতা নেতৃবৃন্দ। এদিন সকালে পুরনো ৭৮ বাস স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয়৷ এরপর যশোর রোড, কোর্ট রোড, স্কুল রোড, রায় ব্রিজ হয়ে ইছামতী নদী পেরিয়ে মতিগঞ্জ হয়ে ত্রিকোন পার্কে মিছিল শেষ হয়৷ মিছিল শেষে বিশ্বজিৎ দাস বলেন, শ্রমিকদের উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প চালু করেছেন, শ্রমিকদের পাশে এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি।
তার হাত শক্ত করতে হবে। এ দিনের মিছিলে প্রচুর মহিলা শ্রমিকের উপস্থিতি নজর কেড়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা, বেলুনে রঙিন হয়ে উঠেছিল এই মিছিল। স্থানীয় মানুষের বক্তব্য, সাম্প্রতিককালে শ্রমিকদের নিয়ে তৃণমূলের এমন বিশাল মিছিল দেখা যায়নি। নির্বাচনের মুখে এই মিছিল দলের কাছে খুশির বার্তা বয়ে নিয়ে আসছে বলে আশা দলীয় নেতৃত্বের।