শিলিগুড়িতে হোটেলের খাবারে মৃত পচা মাছ দেওয়ার অভিযোগ

0
722

কুশল দাশগুপ্ত:শিলিগুড়ি: শিলিগুড়ির আশিঘরের একটি হোটেলে মৃতপচা মাছ দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন ওই হোটেলে খেতে আসা কিছু মানুষ ৷তাদের অভিযোগ দিন সাতেক আগে শিলিগুড়ির মহাননদা নদীর চরে মৃত মাছ ভেসে ওঠে এবং প্রচুর মানুষ মাছ সংগ্রহও করেন পরে তারা বিভিন্ন হোটেলে কম দামে সেই সব মৃত পচা মাছ বিক্রি করেন এবং হোটেল কতৃপক্ষও দাম কম দিয়ে ওই মাছ কিনে নেন ওখানকার মানুষেরা অভিযোগ করেন কর্পরেশনের বৈধ কাগজ ছাড়াই চলছে বেশীর ভাগ হোটেল ও রেস্তরা আর সেখানেই চলছে এইসমস্ত পচা মাছের রমরমা ব্যাবসা এর আগেও এই আশিঘরের একটি খাবারের দোকানের উপর কুকুরের বিড়িয়ানি দেবার অভিযোগ উঠেছিলো এবার উঠল মৃতপচা মাছ বিক্রির অভিযোগ ৷ স্থানীয় মানুষের অভিযোগ বাইরে থেকে এই এলাকায় প্রচুর মানুষ কাজ করতে আসেন ,তারা এই সমস্ত পচা মাছ ও খাবার খাচ্ছেন অজান্তে। আতঙ্কিত মানুষ প্রশাসনের দিকেই তাকিয়ে আছেন৷ ভাল খাবারের অপেক্ষায়।

Previous article১৯৮৪-র শিখ দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমারকে,যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল্লি হাইকোর্টের
Next articleরবিবারের পরন্ত বিকেল তখন এক সফলতা-র কাহিনী লিখতে ব্যস্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here