মোহিনী বিশ্বাস: আজ দুর্গা পুজোর মহাঅষ্টমী। ১৭ সেপ্টেম্বর মহালয়ার এক মাসেরও পর অনুষ্ঠিত হচ্ছে এবছর দুর্গাপুজো। পরপর দুটি মলমাস পড়ে যাওয়ায় এই বছর এতটা পরেই আয়োজিত হচ্ছে বাংলার সর্ববৃহৎ উৎসব। চলতি বছরে দুর্গা পুজো একটু অন্যরকম। কারণ করোনা। তা বলে জাঁকজমকে ত্রুটি নেই এক ফোঁটাও। থিম পুজোয় সেজে উঠছে বাংলার বহু প্যান্ডেলই।
করোনা রয়েছে ঠিকই, তা বলে কী কেউ ঠাকুর দেখতে যাবেন না? যাবেন নিশ্চয়ই যাবেন! তবে একটু সতর্ক থাকা জরুরি। যদিও অনেকে বাড়ি বসেই উদযাপন করবেন দুর্গা পুজো। টিভি দেখে, পাড়ায় টুক করে একটা প্রণাম সেরে এসে আরও যে কত ভাবে বাঙালির এই সেরা উৎসবে মেতে ওঠা যায় বাড়ি বসেই, সে প্ল্যানও তাঁরা ছকে রেখেছেন। কিন্তু এই দুর্গা পুজোয় বন্ধুবান্ধব কাছের মানুষকে কী ভাবে শুভেচ্ছা জানাবেন? করোনার জন্য আলাদা প্ল্যানে শুভেচ্ছা বার্তা?
রইল ছবি সহ টিপস:
* শারদ শুভেচ্ছা! করোনারূপী অসুর বিনাশ করুন মা দুর্গা!
* মা দুর্গার আগমণে দূর হটুক করোনা! শারদ শুভেচ্ছা!
* ভয় করো না, আসছেন মা! দূরে সরে যাবে করোনা! শুভ শারদীয়া!
* শুভ দুর্গোৎসব! আপনি এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুক দেবী দুর্গা।
* দুর্গা পুজায় কেটে যাক আপনার পরিবারের সমস্ত বাধাবিঘ্নতা! শারদ শুভেচ্ছা!
* অষ্টমী-নবমীতে আনন্দে মেতে উঠুন!
* মা দুর্গার আগমণে দুঃখ ঘুচে যাক, যে যেখানে আছে সবাই ভালো থাক!
* শুভ শারদীয়া! পুজোয় আপনার জীবনের সমস্ত অন্ধকার ঘুচে আলোয় ঝলমলে হয়ে উঠুক।
* পুজোর এই দিনগুলিতে দুনিয়ার সমস্ত প্রান্তের মানুষ মেতে উঠুক আনন্দে।
* বলো দুগগা মাঈ কী’ বলে চলো বছরের এই সময়টা বেশ স্মরণীয় করে তোলা যাক!
* রোজ সকালে গুড মর্নিং পাঠাতে-পাঠাতে ক্লান্ত হয়ে গিয়েছি। আজ তোমার জন্য রইল শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা!
* এবারের আশ্বিনের সব শারদ প্রাতে মা দুর্গার আশীর্বাদ তোমার মাথায় ঝরে পড়ুক একরাশ শিশিরভেজা শিউলির মতো। শুভ শারদীয়া শুভেচ্ছা।
* মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক সকল দুঃখ শোক, তোমার মঙ্গল-আলোকে চারিদিকে আলোকিত হোক! শুভ দুর্গা পূজা।
* শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানি, কাশফুল আর ঘাসের দোলায় কার ঐ পদধ্বনি? শারদীয় শুভেচ্ছা।
* অষ্টমীতে অঞ্জলি আর নতুন কাপড় পরা। নবমীতে সারাদিন চলবে আড্ডা বেশ, দেখতে দেখতে দশমীতে হবে সব শেষ। শুভ দুর্গা পূজা।
* শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ। মা এসেছে ঘরে তাই, মনে এতো আনন্দ। হ্যাপি দুর্গা পূজা।
* এল খুশির শরৎ, একটু হিমেল হাওয়া। পুজোর ভোরে ঢাকের আওয়াজ, মায়ের কাছে যাওয়া। অনেক খুশি অনেক আলো, পুজো সবার কাটুক ভালো। শারদীয়ার শুভেচ্ছা রইল।
* বাতাসে শিউলি ফুলের গন্ধ, আকাশে মেঘের ভেলা। ওয়ার্ক স্টেশনে আমার এবার। কাজ থামাবার পালা! শুভ দুর্গা পূজা!
* শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন, শুভ শীতল কাশের শোভায়ে জুড়ল দু নয়ন। আগমনের বার্তা বয়ে বাজছে ঢাকের সুর, শারদীয়ার দিনগুলো হউক আনন্দ মধুর। শুভ দুর্গা পুজা।
* অঞ্জলি দাও অষ্টমীতে, আড্ডা জমুক নবমীতে। দশমীতে হোক মিষ্টিমুখ, পুজো এবার ভালো কাটুক।