সোমা দেবনাথ,কলকাতা: সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবকে কেন্দ্র করে যে চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছিল, রবীন্দ্র বিকৃত গান তার অন্যতম প্রধান কারণ।
প্রসঙ্গত রোদ্দুর রায় নামের একজন ইউটিউবার রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চাঁদ উঠেছিল গগনে‘ গানটি ‘বিকৃত’ করে গেয়ে তাঁর চ্যানেলে প্রকাশ করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তা। এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যায়, রোদ্দুর রায়ের গাওয়া রবীন্দ্র সঙ্গীতের বিকৃত কিছু লাইন মহিলাদের পিঠে আবির দিয়ে লেখা।
যা ঘিরে স্বাভাবিকভাবে অশ্লীলতার অভিযোগ ওঠে সব মহলে। এ নিয়ে ক্ষোভ উগড়ে দেন প্রাক্তনীরাও ৷ এরপর বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে বেলাঘাটা থানায় অভিযোগ দায়ের করলেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। কিন্তু এখানেই থেমে থাকতে রাজি নয় রবীন্দ্রভারতী বিশ্ব বিদ্যালয়ের রবীন্দ্র সঙ্গীত বিভাগের এক অংশের ছাত্র-ছাত্রীরা৷ তাঁরা ফের প্রতিবাদে গর্জে উঠলেন৷
রোদ্দুর রায়ের সেই বিকৃত গানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁরা “আমাদের জোড়াসাঁকো” নামে একটি গান রচনা করেছেন এবং তার রেকর্ডিং এর কাজও সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন এই গানটির ভাবনার রূপকার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগের শিক্ষক সৌরভ চক্রবর্তী৷
গানটির গীতিকার- অভিজিৎ পাল ও চিন্ময় সরকার৷ সুরকার-চিন্ময় সরকার৷ একসঙ্গেই লিখেছেন “আমাদের জোড়াসাঁকো” নামাঙ্কিত এই প্রতিবাদ মূলক গান৷
সম্প্রতি কলকাতার কুসুম স্টুডিওতে গানটির রেকর্ডিং এর কাজ সম্পূর্ণ হয়েছে৷
রবীন্দ্রভারতী বিশ্ব বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্র-ছাত্রী সমবেত কন্ঠে শোনা যাবে “আমাদের জোড়াসাঁকো” গানটি৷
দেবাদৃত চট্টোপাধ্যায় ,কৌশিক চক্রবর্তী, দোয়েল ঘোষ রায় কর্মকার, নম্রতা ভট্টাচাৰ্য, গার্গী মুখার্জী, নিষ্ঠা ভৌমিকেরা গর্জে উঠবেন তাঁদের প্রতিবাদি গানের ভাষায়৷
এছাড়াও সঙ্গীত জগৎ এর প্রতিষ্ঠিত বেশ কিছু সঙ্গীত শিল্পী যেমন-অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, মনময় ভট্টাচার্য্য , রূপঙ্কর বাগচী,ও রাঘব চট্টোপাধ্যায় তাঁদের কিছু মূল্যবান বক্তব্য রেখেছেন এই গান সম্পর্কে।
দেখুন সেই ভিডিও: