মুসলিম মহিলাদের জন্য সুবিচারের ভাবনা আদতে কুমীরের কান্না, বিস্ফোরক মহম্মদ সেলিম

0
1053

দেশের সময়, ওয়েব ডেস্ক:- বিতর্কের অবসানে লোকসভায় পাশ হয়ে গেছে তিন তালাক বিল। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের দাবী, “বিষয়টি সরকারের বড়ো সাফল্য”। “যা বিজেপি ক্ষমতায় আসার আগে কখনও সম্ভব হয়নি”। প্রসঙ্গটি নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে এদিন প্রায় চার ঘন্টা বিবাদ চলেছে। কক্ষ ত্যাগ করেন কংগ্রেস, এআইডিএমকে সহ কয়েকটি রাজনৈতিক দলের একাধিক সাংসদ। পাশাপাশি এদিন এই বিলের বিরোধিতা করে কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। তিনি বলেন, “অবিলম্বে সংসদীয় কমিটিতে এই তিন তালাক বিলের খসড়া পাঠাতে হবে”। “বিজেপি সরকারের আমলে আজ দেশে মুসলিম পুরুষদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গন্য করা হয়”। “সেখানে ভোটের আগে মুসলিম মহিলাদের জন্য এই সুবিচারের ভাবনা কুমীরের কান্না ছাড়া আর কিছুই নয়”। যদিও পরবর্তীতে স্পিকারের নির্দেশে মুছে দেওয়া হয় মহম্মদ সেলিমের সমস্ত বক্তব্য।

Previous article“কিছু মানুষ আছেন যারা আমার ভালো সহ্য করতে পারেন না” ট্রোল্ড নিয়ে বিস্ফোরক দিতিপ্রিয়া রায়
Next articleসুরা প্রেমীদের মনে খুশির হাওয়া, জেনেনিন মদ বিক্রি নিয়ে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here