দেশের সময়, ওয়েব ডেস্ক:- নববর্ষ-কে স্বাগত জানানো কিছু সময়ের অপেক্ষা মাত্র। ইতিমধ্যেই শুরু হয়েছে বড়োদিনের উৎসব যা এখনও মন ভরে উপভোগ করছেন বিশ্ববাসী। পাশাপাশি নতুন বছর-কে নিমন্ত্রন জানানোর প্রস্তুতি বিভিন্ন জায়গায়। আর এই উৎসবের মরশুমে দারু থাকবে না, কিছু মানুষের কাছে প্রশ্ন তা কিভাবে সম্ভব? আর সেইসব মানুষজনের কথা ভেবেই এবার নতুন উদ্যোগ গ্রহন করলো মমতা সরকার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, “আইন মোতাবেক রাত দশটার মধ্যে সমস্ত মদের দোকান বন্ধ হওয়ার কথা, কিন্তু আবগারী দপ্তরের ঘোষণা, এবার থেকে রাত ১১টা পর্যন্ত ইচ্ছে করলেই ক্রেতা-রা মদ কিনতে পারবেন”। “পাশাপাশি সকাল ১১টা-র আগে কোন মদের দোকান খোলার অনুমতি না থাকলেও যদি কোন দোকানের মালিক সকাল নটা-র সময় দোকান খুলতে চেয়ে আবেদন করেন তাও আলাদা করে খতিয়ে দেখা হবে”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here