দেশেরসময় ওয়েবডেস্ক: রবিবার থেকে নবান্নে শুরু হল স্যানিটাইজেশন। চলবে সোমবার পর্যন্ত। মন্ত্রী, আমলা, কর্মী, নিরাপত্তাকর্মী মিলিয়ে নবান্নে প্রতিদিনই ভিড় লেগে থাকে। এঁদের সঙ্গেই নবান্নে যাতায়াত করেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। ফলে সংক্রমণের আশঙ্কা থাকছেই। সেকারণে নবান্নের ১৪তলা বাড়িটা পুরোটাই স্যানিটাইজেশনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে দফায় দফায় স্যানিটাইজেশন হয়েছিল। রাজ্যের প্রথম করোনা–আক্রান্ত যুবকের মা বিশেষসচিব। নবান্নে কর্মরত। কোভিড–১৯ আক্রান্ত ছেলেকে নিয়ে লন্ডন থেকে কলকাতায় ফিরে তিনি নবান্নে গিয়ে বৈঠক করেন। ঘটনা জানাজানি হওয়ার পর ভবনের যে অংশে তিনি গিয়েছিলেন সেই অংশ স্যানিটাইজ করা হয়েছিল। কিন্তু পুরো বাড়ি স্যানিটাইজ করা হয়নি। ফলে নবান্নের মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখেই স্যানিটাইজেশনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
রবিবার থেকে নবান্নে শুরু হল স্যানিটাইজেশন।
ছবিতুলেছেন-কুন্তল চক্রবর্তী।