দেশের সময় ওয়েব ডেস্ক:শনিবার সকালে ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশের আগেই টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেছেন, ‘‌আর কয়েক ঘণ্টার মধ্যেই ব্রিগেডের ঐতিহাসিক সমাবেশ শুরু হতে চলেছে। রাজ্যে আসা জাতীয় নেতাদের আমি স্বাগত জানাই। একই সঙ্গে লাখ লাখ মানুষ এসে পৌঁছেছেন। তাঁদেরও অভিনন্দন জানাই। আজকের এই মঞ্চ থেকে শক্তিশালী এবং প্রগতিশীল ভারত নির্মাণের সঙ্কল্প নেওয়া হবে।’‌ দু’‌দিন আগে ব্রিগেডে সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‌এই ব্রিগেড থেকেই ১৯ জানুয়ারি বিজেপি শুনবে মৃত্যুর ঘন্টাধ্বনি। বিজেপির আসনসংখ্যা কিছুতেই ১২৫–এর বেশি হবে না। যদি পায়, সেটাও অনেক বেশি। আঞ্চলিক দলগুলি বিজেপির থেকে অনেক বেশি আসনে জয়ী হবে। আঞ্চলিক দলগুলিই এবারের সরকার গড়ায় বড় ভূমিকা নেবে। নির্বাচনের পরেই তা বোঝা যাবে।’‌
দীর্ঘ দিন ধরেই বিজেপি বিরোধী জোট তৈরি করতে তৎপর মুখ্যমন্ত্রী। এর আগে একাধিকবার দিল্লি গিয়ে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর এবার বিজেপি বিরোধী সভার আয়োজন করলেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছেও গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here