বিজেপি অসভ্য, বর্বরের দল : জ্যোতিপ্রিয়

0
404

দেশের সময়, হাবরা: ‘বিজেপি একটি অসভ্য,বর্বরের দল। বিজেপি যদি কোনওভাবে, কোনওদিন ক্ষমতায় আসে, তাহলে উত্তরপ্রদেশের মতো আমাদের রাজ্যেও মায়েরা, বোনেরা, দিদিরা সুরক্ষিত থাকতে পারবেন না। গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় হাথরস তৈরী হবে।’ মঙ্গলবার হাবড়ায় একথা বললেন হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এদিন জ্যোতিপ্রিয় হাবড়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের বুথ ভিত্তিক কর্মী সন্মেলনে যোগ দেন। সেখানে তিনি বলেন, ‘মানুষের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উদ্ধমুখী। খুবই প্রতিহিংসা পরায়ণ ওরা। মমতা ব্যানার্জী একমাত্র প্রতিবাদী মুখ বলেই তাঁকেই মেরে ফেলার চক্রান্ত করছে বিজেপি।

২০২১ এর বিধানসভা নির্বাচনে আমাদের কোন লড়াই নেই। গোটা রাজ্য জুড়ে এলাকার উন্নয়নকে একমাত্র হাতিয়ার করেই, এলাকার মানুষের আশীর্বাদে ২২১ টিরও বেশী আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জী। এটা শুধু এখন সময়ের অপেক্ষা। আমাদের আসল লড়াই হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। এরজন্য দরকার হলে ২০২২ সাল থেকেই প্রস্তুতি শুরু করবো। নিঃস্বার্থভাবেই মমতা ব্যানার্জী বিজেপি বিরোধী ভারতবর্ষের সব রাজনৈতিক দলকে নিয়েই জোট বাঁধবেন। সেই জোটে নরেন্দ্র মোদীকে ২০২৪ এ দিল্লি থেকে সরাবোই সরাবো। গ্যাসের দাম ৯০০ টাকা থেকে ৪০০ টাকা, পেট্রোল ৯৫ টাকা, ডিজেল ৮০ টাকা থেকে ৫০ এ নামাবো।’

Previous articleপ্রথম দফার আগেই বাংলায় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা
Next articleপশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় প্রচারে যাচ্ছেন মিঠুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here