পিয়ালী মুখার্জী ,কলকাতা: সাহিত্য অকাদেমির ‘ফেলো’ সম্মানে ভূষিত হলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এটি অকাডেমির সর্বোচ্চ সম্মান। এই স্বীকৃতি তাদেরই দেওয়া হয় অকাদেমির মতে যাঁরা ‘অমর সাহিত্যের স্রষ্টা’।

শীর্ষেন্দু বাবু এর আগেও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন। যার মধ্যে সাহিত্য অকাদেমি পুরস্কার, আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কারও।

তাঁর প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। সেটি সেই সময় জনপ্রিয়তা পায়। তার পর প্রকাশিত হয় ‘কাগজের বউ’ ‘দূরবীন’ ‘যাও পাখি’ ‘মানবজমিন’ যেগুলি পাঠকদের নজর কেরেছিল। ৮৫ বছর বয়সী শীর্ষেন্দুর বাংলা ছোটগল্প রচনা আজও সারা জাগায়। তাঁর ‘গোঁসাইবাগানের ভুত’ ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ ‘পাতাল ঘর’ প্রভৃতি কিশোর উপন্যাস অভূতপূর্ব সারা জাগায়। বাংলা সাহিত্যে তার উৎকৃষ্ট অবদান তিনি এখনও রেখে চলেছেন।

আর আগে এই বিরল সন্মান পেয়েছিলেন শঙ্খ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, নিরেন্দ্রনাথ চক্রবর্তী মতো বেক্তিত্বরা।

অকাদেমির তরফে জানা গিয়েছে একটি অনুষ্ঠানের মাধ্যমে শীর্ষেন্দু মুখোপাধ্যাযের হাতে তুলে দেওয়া হয়েছে এই বিশেষ সন্মান। তাঁর সাথে আরো সাত জন ভারতীয় লেখক এই স্বীকৃতি সন্মান পেয়েছেন বলে জানাগিয়েছে অকাদেমি সূত্রে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here