বাংলা ছবি আলোর মিউজিক লঞ্চ হলো মনিস্কোয়ারে

0
1299

পার্থ সারথি চক্রবর্তী, কলকাতা: গত ১৪ই নভেম্বর মনিস্কোয়ারে অনুষ্ঠিত হলো নতুন বাংলা ছবি আলোর মিউজিক লঞ্চ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ছবি তে অভিনীত কলা কুশলী , মৌবনী সরকার, ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছবি টি সাহিত্যিক অরুণাভ চট্টোপাধ্যায় র শিক্ষা এবং ভালোবাসার অঙ্গিকে তৈরি হয়েছে।

মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, আশীষ মুখোপাধ্যায়, জিনিয়া, ও অন্যান্যরা। ছবিটির পরিচালক শ্যামল বোসু কে ও দেখাযাবে অভিনেতার ভূমিকায়, সংগীত পরিচালনায় শুভেন্দু অধিকারীর অনোবদ্য সংগীতকে আরো অলঙ্কারে সাজিয়েছেন কুমার শানু র কণ্ঠ।
ডিসেম্বর মাসেই মুক্তি পাচ্ছে জি.পি. এন্টারটেইনমেন্ট ও সৌরভ বসু নিবেদিত বাংলা ছবি আলো।।

Previous articleআগুন নয়, এবার ডেঙ্গু মোকাবিলায় পথে নামলেন বনগাঁর দমকল বাহিনী
Next articleনিজের একষট্টিতম জন্মদিন অনাথ শিশুদের সঙ্গে কাটালেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here