দেশের সময় ওয়েব ডেস্ক: ২০১৮ সালকে বিদায় জানিয়ে ২০১৯ কে স্বাগত জানাতে ৩১ শে ডিসেম্বরের রাতের বনগাঁ শহর যেন কলকাতার পার্ক স্ট্রিটের মিনি সংস্করণ। অলিগলি থেকে শহরের প্রধান সড়ক সর্বত্রই নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছিল নানা রূপে। কেউ বন্ধুদের নিয়ে, কেউ ক্লাবের সভ্যদের নিয়ে, আবার কেউ ব্যবসায়ী সমাজের বিশিষ্টজনদের নিয়ে মেতে ওঠে নতুন বছরকে স্বাগত জানাতে। এদিন বনগাঁর ১২র পল্লী স্পোটিং ক্লাবের পক্ষ থেকে এক মিলন উৎসবের আয়োজন করা হয। ক্লাব প্রাঙ্গণে জলসার পাশাপাশি প্রায় আড়াই হাজার মানুষের নৈশ আহারের ব্যবস্থা করা হয।় সাজিয়ে তোলা হয় ক্লাব চত্বর। বনগাঁর কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যশোর রোডের টাউন কালীবাড়ি এলাকায় বর্ষবরণ এবং মিলন উৎসবের আয়োজন করা হয।় প্রধান উদ্যোক্তা কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা বনগাঁ পুরসভার প্রধান শংকর আঢ্য। সেখানে অনুষ্ঠানের সূচনালগ্নে উপস্থিত ছিলেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস। ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সেখানেও নৈশ আহারের ব্যবস্থা করা হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। রাত বারোটা বাজতেই সেখানে নানা রঙের, নানা শব্দের বাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয।় এছাড়াও জাগ্রত সংঘ, হাই স্কুল মোড়, বনগাঁ থানার সামনে এবং বিভিন্ন ক্লাবের সামনেও বর্ষবরণে মেতে ওঠেন বিভিন্ন স্তরের মানুষ।