বনগাঁয় নারকেল গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে,এটা এক ধরনের ক্যাটারপিলার বলছেন কৃষি বিজ্ঞানীরা, আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই-দেশেরসময়:

0
3755

দেশেরসময় ওয়েবডেস্কঃ সোমবার সন্ধ্যায় বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকা থেকে দেশের সময় এর অফিসে ফোন আসতে শুরু করে এই মর্মে,যে নারকেল গাছের পাতার উপরের দিকে সাদা রঙের দাগ দেখা যাচ্ছে দাবানলের মত ছড়িয়ে পড়ে সেই খবর৷ যে যার মতো মতামত দিতে থাকেন কৃষি বিজ্ঞানী ও নারকেল উন্নয়ন গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের সাথে কথা বলে জানা গেছে এটা এক ধরনের ক্যাটারপিলার৷কৃষি বিজ্ঞানী ও কোকোনাট উন্নয়ন বোর্ডের প্রাক্তন আধিকারিক অরুন দাস জানাচ্ছেন

কোকোনাট প্ল্যান্ট এর জন্য , Blitox(বিল্টক্স)৪গ্রাম ১লিটার ডালে মিশিয়ে সাত দিন ,তিন বার করে গাছে স্প্রে করতে হবে – 4gm/lit. of water, apply 7days intervel 3times.three fungi are of frequent occurrence…..namely Helminthosporium halodes, Gloeosporium sp. & Gliocladium roseum. H. halodes is more virulent than other tow….

পাতাগুলির শুকনো যায় গায় এবং মাটিতে দানাদার কীটনাশক প্রয়োগ করুন এবং স্টিকারের সাহায্যে সিস্টেমিক কীটনাশক স্প্রে করুন … গাছের চারদিক ভাল ভাবে পরিষ্কার করুন এবং মাটিতে সূর্যের আলো যাতে ভাল ভাবে পড়ে সেই দিকে নজর দিতে হবে৷বলছেন কৃষি বিজ্ঞানী ও কোকোনাট উন্নয়ন বোর্ডের প্রাক্তন আধিকারিক অরুন দাস৷

এটা এক ধরনের ক্যাটারপিলার৷বিশেষ চিন্তার কিছু নেই৷ বনগাঁ জয়পুরের এক কৃষক কালিপদ দেবনাথ জানান মাঝে মধ্যেই নারকেল গাছে এই রকম রোগের আক্রমণ হয়।সঠিক ভাবে কীটনাশক ব্যাবহার করলে ঠিক হয়ে যায়। তাঁর জমিতে অনেক নারকেল গাছেই এই ধরেনর রোগ এর আগেও হয়েছিল৷তাই তাঁর কথায় এটা কোন অলৌকিক ঘটনা নয় স্বাভাবিক ভাবেই এরকম হয়ে থাকে৷

Previous articleঅবশেষে স্বস্তি মিলল বনগাঁবাসির,বেলেঘাটা হাসপাতাল থেকে ছুটি পেলেন মুস্তাফি পাড়ার বৃদ্ধ
Next articleকরোনা নয় রুজি -রুটি হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন সীমান্ত এলাকার মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here