দেশের সময়,বনগাঁ: প্রতিবছরের মতো বিশ্ব পরিবেশ দিবস কে সামনে রেখে বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ওয়েভের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলো প্রায় দু’ হাজার গাছের চারা।
এদিন গাছের চারা বিলির এই অনুষ্ঠানে মূলত সামনের সারিতে রাখা হয় শিশুদের, কারণ হিসেবে সংস্থার সদস্যদের দাবি শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে এখন থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারলে পরিবেশ বাঁচানোর এই লড়াইটা অনেকটাই সহজ হবে৷
এদিন সংস্থার পক্ষ থেকে পেয়ারা, আম, জাম, লিচু ,মেহগনি সহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়, সংস্থার সহ সম্পাদিকা সুভদ্রা বিশ্বাস জানান, ২০০৯সালে পথ চলা শুরু এই সংগঠনের, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ বাঁচানোর জন্য সংস্থার সদস্যরা প্রায় ১১ বছর ধরে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার সহ সমাজের বিশিষ্টজনরা ৷
পাশাপাশি এদিন নির্ভয় ফাউন্ডেশনের পক্ষ থেকেও বিশ্ব পরিবেশ দিবস কে সামনে রেখে বনগাঁ শহরের বেশ কিছু বাজার ও সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন করা হয় পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে চারা গাছ বিতরণ করা হয় সাধারণের মধ্যে৷