ঋষিকেশ মজুমদার ,বনগাঁ: মহকুমা জুড়ে যেন মৃত্যুর মিছিল পৃথক তিনটি ঘটনায় মৃত্যু হল দুই শিশু এক নাবালক ও এক যুবকের আহত আরও একটি শিশু। মর্মান্তিক প্রথম ঘটনাটি ঘটেছে বাগদা থানার কুড়ুলিয়া এলাকায়, মামার বাড়িতে বেড়াতে গিয়ে ভাই বোনেরা মিলে কাপড় দিয়ে দোলনা বানিয়ে খেলার সময় ঘটে দুর্ঘটনা৷

সিমেন্টের পিলারের সাথে শাড়ি বেঁধে দোলনা বানিয়ে খেলছিল শিশুগুলি, আচমকাই পিলার ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় দুই শিশুর আহত আরও একশিশু, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বাগদা থানার কুডুলিয়া এলাকায়, ঘটনায় মৃত অর্জুন ঘোষ নামে আড়াই বছরের এক শিশু, মৃত্যু হয়েছে অর্জুনের মাসতুতো দিদি সাড়ে সাত বছরের পায়েল ঘোষ এর৷ স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনার পর দ্রুত আহত অবস্থায় তিনজনকে নিয়ে যাওয়া হয় বাগদা গ্রামীণ হাসপাতালে।

অবস্থা খারাপ হওয়ায় রাতেই পায়েল ও অর্জুনকে স্থানান্তরিত করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে, রাতে সেখানে মৃত্যু হয় দুজনের, ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷ পরিবার সূত্রে এলাকায় জানা গেছে সোমবার বিকালে দিদার সাথে বনগাঁ গোবড়াপুর রাণীনগর এ থেকে কুড়ুলিয়ায় মামার বাড়িতে বেড়াতে যায় অর্জুন, সেখানে যাবার পর মাসতুতো দিদি ও ওই বাড়ির আরো একটি শিশুর সাথে দোলনা বানিয়ে খেলছিল তারা সে সময় ঘটে এই দুর্ঘটনা।

দ্বিতীয় ঘটনাটি বনগাঁ বন বিহারীকলোনী এলকার , বাড়ির ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালকের ,মৃত নাবালকের নাম শিব কর্মকার৷ মৃতের বাড়ি বনগাঁ থানার বনবিহারী কলোনি এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল মৃত শিব, অতি দরিদ্র পরিবারের ছেলে শিব বাবা ভ্যানচালক মা পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন৷

প্রচণ্ড গরমে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, আর্থিক অনটনের কারণে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই সে কারণেই প্রতিবেশী এক ভদ্রলোক তার বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন ,এই গরমে যাতে ফ্যান চালিয়ে পড়াশোনা করতে পারে সে, আর তাতেই বিপত্তি ,ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয় শিব৷ স্থানীয়রা বিষয় টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে নিয়ে আসে বনগাঁ মহকুমা হাসপাতালে সেখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷

তৃতীয় ঘটনাটি গাইঘাটাতে ,গাছ কাটতে গিয়ে কাটা ডালের আঘাতে মৃত্যু হল এক শ্রমিকের । মৃতের নাম তাপস মন্ডল ৷ ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ডিঙামানিক এলাকায় ৷মৃত ওই শ্রমিকের বাড়ি গাইঘাটা থানার সেকাটি গ্রামে ৷ মৃত ওই যুবকের সঙ্গী এক শ্রমিক জানান ।

মঙ্গলবার সকাল নটা নাগাদ গাছ কাটার সময় হঠাৎই গাছের একটি মোটা ডালের কাটা অংশ ওই যুবকের বুকের ওপর এসে পড়ে ৷ঘটনা স্থলেই সংজ্ঞা হারায় সে। জখম ওই যুবক কে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা ওই যুবক কে মৃত বলে ঘোষনা করে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here