বড়দিনের আগেই বাংলা জুড়ে জাঁকিয়ে শীত

0
727

দেশের সময় ওয়েবডেস্কঃ শীতকাল চলে এলেও শীতের আমেজটাই যেন অধরা থেকে যাচ্ছিল রাজ্যবাসীর। রাতের দিকে ঠান্ডা বাড়লেও দিনের বেলা তাপমাত্রা সেরকম নামছিল না। কিন্তু এবার বড়দিনের আগেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে। এক ধাক্কায় পারদ পতন হতে পারে ৪ ডিগ্রি। তার প্রভাবে শনি ও রবিবার কনকনে ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।


আলিপুর সূত্রে খবর, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 96%। সকালের দিকে সামান্য কুয়াশা দেখা গিয়েছে। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়েছে।

 কয়েক দিন ধরে রাজ্যজুড়ে ভোররাত এবং সকালের দিকে ঘন কুয়াশার দাপট চলছে। কমছে দৃশ্যমানতা। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, মেঘ সরলেই নামতে শুরু করবে পারদ। কলকাতায় এমনিতে ১৫ ডিসেম্বর নাগাদ শীত পড়তে শুরু করে। এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। মাঝে নভেম্বরের কয়েক দিন পারদ নেমে ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল। তার পর ফের পারদ চড়তে শুরু করে। এ বার সেই রেকর্ড ভেঙে দিতে পারে শীত। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রাও এক থেকে ২ ডিগ্রি বেশি রয়েছে গত কয়েক দিন ধরে।

কলকাতায় কুয়াশা খানিকটা কমলেও পশ্চিম ও দক্ষিণের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর। এমনকি এই চার জেলায় আকাশে হালকা মেঘ ও তার জেরে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী দু’দিন কুয়াশার সতর্কবার্তা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা এবং মধ্যপ্রদেশেও।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু’সপ্তাহে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ফলে বৃহস্পতি ও শুক্রবার রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
এই মুহূর্তে দক্ষিণ আরব সাগরে রাজস্থান এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে গুজরাতের উপর দিয়ে মধ্যপ্রদেশ পর্যন্ত। তার ফলে আগামী কয়েক দিন তামিলনাড়ু, পন্ডিচেরি ও মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।

এদিকে পাহাড়ে এখন কনকনে ঠান্ডা। আরও পারদ পতনের সম্ভাবা রয়েছে। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস, কালিম্প ৯। পানাগড় ৩, পুরুলিয়া, শ্রীনিকেতনে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে চলে যেতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর৷

Previous articleউৎসবের মেজাজে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে মুখ্যমন্ত্রী
Next articleবাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here