বছর শেষের দিন কেমন কাটবে?জানুন রাশিফল

0
1250

মেষ/ARIES

সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন ব্যবসায় শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ শরীরে কোথাও আঘাত লাগা থেকে সাবধান থাকুন।

বৃষ / TAURUS

আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। বাবার সম্পত্তি লাভ হতে পারে। কারও চিকিৎসায় খরচ বাড়তে পারে। বন্ধু বিবাদ নিয়ে চিন্তা।বাইরের বিবাদ বাড়িতে আসার জন্য স্ত্রীর সঙ্গে অশান্তি। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। রক্তচাপ বাড়ায় সমস্যা।

মিথুন GEMINI

আজ কর্মস্থানে আপনার নিন্দা হওয়ার আশঙ্কা। বিবাদের জন্য পুলিশি চাপ থাকবে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। ভ্রমণে খরচ বাড়বে। শরীরে কষ্ট বাড়বে। শিল্পীদের জন্য ভাল সময়। বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় নতুন কাজের যোগাযোগ হবে।

কর্কট CANCER

সকালের দিকে শত্রুর জন্য খারাপ কিছু ঘটার আশঙ্কা। শারীরিক কষ্ট নিয়ে চিন্তা। ব্যবসায় শুভ পরিবর্তন হবে। আজ প্রিয়জনের উপর ঘৃণা আসতে পারে। অনেক দিনের কোনও আশা করা বস্তু লাভ হওয়ার সম্ভাবনা। আজ আর্থিক চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বাড়বে।

সিংহ LEO

বন্ধুমহলে বিবাদের আশঙ্কা। ধর্ম সংক্রান্ত ব্যাপারে কিছু খরচ হতে পারে। ব্যবসায় ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। আজ নতুন কাজ শুরু করতে পারেন। দুপুরের পরে আজ কাজে বিপদের ঝুঁকি থাকবে। মাথায় চোট লাগার আশঙ্কা। প্রেমের ব্যাপারে হতাশা জুটবে। 

কন্যা VIRGO

নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। বাইরের বিবাদ বাড়িতে আসতে দেবেন না। পেটের যন্ত্রণা বাড়তে পারে। আজ কাজের প্রতি একটু আনুগত্য বাড়াতে হবে। কোনও কারণে কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা আছে।

তুলা LIBRA

আজ কোনও কারণে কাজের ব্যাপারে মানসিক অবসাদ আসতে পারে। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে গিয়ে বাধা আসবে। ব্যবসায় শুভ কিছু ঘটার সম্ভাবনা। রাজনীতিকদের জন্য দিনটি খুব ভাল নয়। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। 

বৃশ্চিক SCORPIO

ছোটখাটো রোগ উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, আঘাতের আশঙ্কা আছে। অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হবে আজ। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে।  

ধনু SAGITTARIUS

ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছ। দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। শত্রুরা ক্ষতি করতে পারে, সাবধান থাকুন।  

মকর CAPRICORN

লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। টিউমার জাতীয় সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করা উচিত।

কুম্ভ AQUARIUS

নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার ভাল সময় চলছে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে রোগের সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিলবে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল।

মীন PISCES

আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। আজ দাম্পত্য দিক সুখেই কাটবে। আজ উচ্চস্তর হোক বা প্রাথমিক স্তর, কোনও জায়গাতেই ফল ভাল নয়। ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ করতে পারেন।

Previous articleশান্ত হলেন শান্তনু, মতুয়াদেরকে সিএএ নিয়ে আশ্বস্ত করতে ঠাকুরনগরের আসছেন অমিত শাহ
Next articleফিরে দেখা “২o২o” কেউ কি জানত এই সালটা এভাবে যাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here