দেশেরসময় ওয়েব ডেস্কঃপ্রত্যাঘাতের পরে ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই, বুধবার ভোর-রাত থেকে ফের শুরু হল সেনা জঙ্গি গুলির লড়াই! সূত্রের খবর, ভোর চারটে কুড়ি থেকে কাশ্মীরের সোপিয়ানে এই লড়াই শুরু হয়েছে৷ ভারতীয় সেনা সূত্রের খবর, কাশ্মীরের সোপিয়ান জেলার মেমান্দার এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর হামলা করে জঙ্গিরা। তার পর থেকে গুলির লড়াই চলছে এক টানা। দু’জন জঙ্গিকে মেরে ফেলা গিয়েছে বলে সেনা সূত্রের খবর।
সেনাবাহিনী সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন সোপিয়ানের গ্রামে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই খবর পেয়েই আগাম সতর্ক ছিল নিরাপত্তাবাহিনী। জঙ্গিনিকেশ অভিযানও চালানোর কথা ছিল। কিন্তু সে সুযোগ মেলেনি। তার আগেই অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র জঙ্গিরা।
সেনাবাহিনীর অনুমান, সোপিয়ানের মেমান্দার এলাকায় স্থানীয়দের বাড়িতে থেকেই এই হামলা চালাচ্ছে জঙ্গিরা৷ স্থানীয়দের বাড়িগুলিকেই ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ ফলে সতর্কতার সঙ্গে পাল্টা পদক্ষেপ করতে হচ্ছে সেনাকেও৷ কোন বাড়িতে জঙ্গি লুকিয়ে, খেয়াল রাখতে হচ্ছে। ইতিমধ্যেই সোপিয়ানের ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷
মঙ্গলবার ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৮০ কিমি ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ বালাকোট অঞ্চলে যুদ্ধবিমান থেকে ফেলা হয় গোলা৷ সেনাবাহিনীর দাবি, সেই অভিযানেই গুঁড়িয়ে গিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ঘাঁটি৷ নিহত হয়েছে জইশ প্রদান মাসুদ আজহারের পাঁচ নিকট আত্মীয়-সহ প্রায় ৩৫০ জঙ্গি৷
এর পরেই ভারতীয় বায়ু সেনার সাফল্যের খবর ছড়িয়ে পড়ে৷ বিভিন্ন দেশ ভারতকে সমর্থন জানায়, অভিনন্দন জানায়৷ পাকিস্তানের অভ্যন্তরেও প্রবল আলোড়ন হয় ভারতের এই প্রত্যাঘাত ঘিরে৷ দিশাহারা ইসলামাবাদও ভারতের বিরুদ্ধে পাল্টা আঘাত আনার বার্তা দেয় সেদেশের সেনাকে৷
এর পরেই মঙ্গলবার রাতেই রাজৌরি, পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে বোমা, গুলি ছোড়া হতে থাকে৷ কড়া জবাব দেয় ভারতীয় সেনাও৷ আরও পাঁচ জন ভারতীয় জওয়ান আহত হয়৷
ভারতীয় নিরাপত্তা বাহিনী মনে করছে, মঙ্গলবারের এয়ার স্ট্রাইকে মুখ পুড়েছে পাকিস্তানের৷ ফলে পাল্টা প্রত্যাঘাতের লক্ষ্যে জঙ্গিদের সামনে রেখেই ছায়া যুদ্ধে নেমেছে পাক বাহিনী৷ বুধবার ভোররাতে জঙ্গিদের হামলা তারই ইঙ্গিত বলে অনুমান৷ তবে দুই জঙ্গির মৃত্যুতে আপাতত পিছু হঠতে পারে তারা।