ফের জাল্লিকাট্টুতে মৃত দুই

0
733

দেশের সময়ওয়েবডেস্কঃ:‌ রবিবার তামিলনাড়ুর পুড্ডুকোট্টাই জেলায় ফের রক্ত ঝরল মারণখেলা জাল্লিকাট্টুতে৷ পুলিস সূত্রের খবর,মৃত্যু হয়েছে ৩৫ বছরের এ রাম এবং ৪৩ বছরের সতীশ কুমারের। তাঁরা দুজনেই খেলার দর্শক ছিলেন। ব্যারিকেড করা এরিনার বাইরে কালেকশন পয়েন্ট বা জমা কেন্দ্রে যখন ষাঁড়গুলিকে নিয়ে জড়ো করছিলেন মালিকরা, সেখানেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান মারিয়াপ্পারাইয়ের সারিয়ামপট্টি গ্রামের বাসিন্দা রাম। মানাপ্পারাই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ত্রিচির বাসিন্দা সতীশের। দুই দর্শকের মৃত্যুর খবরে দুঃখপ্রকাশ করলেও মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ভিরালিমালাইয়ে জাল্লিকাট্টুর সূচনা করেন বলে জানাযায়, সুপ্রিম কোর্টের নির্দেশিত যাবতীয় সাবধানতা মেনেই খেলা চলছিল স্থানীয় সূত্রে জানাযায়I এবছরই প্রথমবার ষাঁড় নিয়ন্ত্রকদের সঙ্গে দর্শকদের ও জীবনবিমা করানো হয়েছে।
মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়ে প্রায় সারা মাস ধরে তামিলনাড়ুতে চলে ষাঁড়কে বশ মানানোর খেলা জাল্লিকাট্টু। পশুদের উপর অত্যাচার এবং মানুষের প্রাণসংশয়ের আশঙ্কা থাকলেও তামিলদের কাছে এই খেলা তারুণ্যের প্রতীক। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট জাল্লিকাট্টু নিষিদ্ধ করে দিয়েছিল। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে তীব্র আন্দোলন হয় তামিলনাড়ুতে। তারপর ২০১৭ সালে অধ্যাদেশ জারি করে তামিলনাড়ু সরকার জাল্লিকাট্টুর উপর নিষেধাজ্ঞা তুলতে সক্ষম হয়। ফের এই দূর্ঘটনায় প্রশ্ন উঠেছে জালিকাট্টু নিয়ে৷

Previous articleকিউই চ্যালেঞ্জ নিতে নিউজিল্যান্ড পৌঁছল বিরাট বাহিনী
Next articleলড়াই শেষে মৃত বাঘকে ছিঁড়ে খাচ্ছে অপর বাঘ, এই দৃশ্য দেখা গেল মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কে- জানতে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here