দেশের সময় : বনগাঁ মহকুমার আনাচে কানাচে ঝাড়বাতির রোশনাইতে দুর্গাপুজোর গল্প ৷ ঠাকুর দালানে আলপনা, ঢাকের আওয়াজে পুরনো দেওয়াল ঘিরে বার বার ফিরে যাওয়া নস্ট্যালজিয়া৷ পঞ্চপ্রদীপের আলোয় মায়ের মুখ দেখা ৷ ধূপের গন্ধে, ধুনোচি নাচের ছন্দে, মায়ের তখন মৃণ্ময়ী রূপ ! সারা বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে রাজ-রাজাদের ইতিহাস ৷ জমিদার বাড়ি থেকে রাজবাড়ির ঠাকুরদালান, সেই স্মৃতি আজও অমলিন ৷ সেই সব স্মৃতি দালান আজও বনগাঁর ইতিহাসে উজ্জ্বল। পাশাপাশি এবছর বেশ কিছু থিম পুজো মানুষের মনে জায়গা করে নিয়েছে ৷ যেমন ইছামতি শারদ উৎসব এর থিম, ইছামতি নদী৷ তাঁদের প্রিয় নদী ইছামতিকে বাঁচানোর তাগিদেই তাঁদের এই পুজোর পরিকল্পনা৷ অন্যদিকে ফুলতলা স্পোটিং ক্লাব, এ বছর তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে থেকে শুরু করে লক্ষীর ভান্ডার প্রকল্প কে তুলে ধরেছেন মন্ডপ সজ্জায়, থিমের পুজো হয়েছে অভিযান সংঘ, গান্ধি পল্লী স্পোর্টিং ক্লাব , চড়কতলা ,তালতলা স্পোটিং ক্লাব সহ বনগাঁর আরও অনেক ক্লাবে৷ দেশের সময় এর পক্ষ থেকে সেই সমস্ত অসাধারণ থিম পুজোর ছবি আপনাদের জন্য রইল এবারের পুজোর ২০২১ এর এ্যালবামে ৷ দেখুন ভিডিও: