প্রাক্তনীর পথে আমনা? হয়তো শেষ পথ গোল্ডেন হ্যান্ডশেক

0
828

দেশের সময় ওয়েবডেস্ক: আই লিগ শুরু হতেই তাকে নিয়ে জল্পনার সূচনা। উল্লেখ্য মাঝ মাঠে তার উপস্হিতি যে দলকে নতুন মাত্রায় যোগ করবে এবিষয়ে সম্পুর্ন নিশ্চিত ছিল লাল হলুদ শিবির। তবে লিগ শুরু হওয়ার আগেই ছন্দপতন। শোনা যাচ্ছে মিনার্ভা ম্যাচের সমাপ্তি কালে ইস্টবেঙ্গলের প্রাক্তনী হতে চলেছেন মাহমুদ আল আমনা। উল্লেখ্য মালয়েশিয়া সফরে প্রস্তুতি শিবির চলাকালীন কিছু এজেন্টের সাথে কথা বলেছিলেন লাল হলুদের এই তারকা মিডফিল্ডার। তাই ইস্টবেঙ্গলের প্রাক্তনী হয়ে মালয়েশিয়ার কোন ক্লাবে আগামীদিনে আমনাকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে চূড়ান্ত করে এখনই কিছু বলা সম্ভব নয়। ক্রীড়া মহলের মতে, “সময় পেলেও সম্পুর্ন সুস্হ হতে আরও কিছুদিন সময় লাগবে আমনার”। “আর আই লিগ চলাকালীন বর্তমান পরিস্হিতিতে কোন কিছুই সহজ করে দেখতে প্রস্তুত নয় ইস্টবেঙ্গল”। “অতএব সবকিছু চিন্তা ভাবনা করে এখন ক্লাব কর্তাদের একটাই পথ গোল্ডেন হ্যান্ডশেক”।

Previous articleনজরে দুই মেদিনীপুর, পাঁচ দিনের সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী
Next articleতৃণমূল ১২১,বিজেপি৫,প্রত্যাশিত জয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here