দেশের সময় ওয়েবডেস্ক: বিজেপিতে তিনি এই মুহুর্তে ব্রাত্য। বিজেপির বিদ্রোহীদের তালিকায় রয়েছে তাঁর নাম। তিনি বিহারিবাবু শত্রুঘ্ন সিনহা। তিনিই এবার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখার। রাম জেঠমালানির সুরে সুর মিলিয়েই তিনি দাবি করলেন দিল্লির রাজনীতিতে শীর্ষপদে মমতাকে দরকার। আর এই দাবি তিনি তুললেন বিজেপির খাসতালুকে দাঁড়িয়েই। অসমের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘মমতাকে চাই প্রধানমন্ত্রী পদে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া দিল্লির রাজনীতিতে আর জোয়ার আসবে না। দেশকে সঠিক পথে চালনা করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেই দরকার।’ মমতা বন্দ্যোপাধ্যায়কে কে আয়রন লেডি বলে আখ্যা দিলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘সারাজীবন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম–আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়েছেন। প্রকৃত অর্থেই হয়ে উঠেছেন সর্বজনগ্রাহ্য জননেত্রী। তাই দেশকে নেতৃত্ব দেওয়ার সবথেকে যোগ্য তিনিই। ব্যক্তিগতভাবে আমি মমতাজির গুণমুগ্ধ ভক্ত। মমতার জনআবেগ সামলানোর যে ক্ষমতা তা অতি উচ্চমানের। তাঁর সঙ্গে এই মুহুর্তে কারও পাল্লা দেওয়া কঠিন। উনি আগামী নির্বাচনে একটা সুইপিং এফেক্ট আনবেন বলেই আমার বিশ্বাস। মমতার কিছু বিশেষ গুণের জন্যই আমি মমতার পক্ষে।’ আর এই মন্তব্যেই বিজেপির স্নায়ুর চাপ বাড়িয়ে দিলেন শত্রুঘ্ন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।