দেশের সময়: পেট্রাপোল: ভারত এবং বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরিয়ে, মিষ্টিমুখ করালেন ফ্যাশন ডিজাইনার তথা বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল। শুক্রবার তার নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চার ২৫ জনের একটি প্রতিনিধিদল পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছান। সেখানে তারা বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন।
পাশাপাশি তাদের মিষ্টিমুখ করানো হয।় শুধু বিএসএফ জওয়ানদেরই নয় , তারা বর্ডার গার্ড বাংলাদেশ এর জওয়ানদের হাতেও রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। বিএসএফের পক্ষ থেকে অগ্নিমিত্রা এবং তার দলের প্রতিনিধিদের হাতে একটি উপহারের খাম তুলে দেওয়া হয় ।
এদিনের অনুষ্ঠান সম্পর্কে উচ্ছ্বসিত অগ্নিমিত্রা বলেন, যখন আমরা নিজেদের পরিবার নিয়ে শান্তিতে নিজেদের বাড়িতে সময় কাটাচ্ছি তখন রাত দিন এক করে নিজেদের পরিবার থেকে অনেক দূরে থেকে অনেক কষ্ট করে দেশ রক্ষার কাজে নিয়োজিত করছেন বিএসএফ জওয়ানরা।
তাদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে আমরা খুব আনন্দিত। আগে কখনো এমন অনুভুতি হয়নি। আজ মন ছুঁয়ে গেল।