দেশের সময়, ওয়েব ডেস্ক:- বদলে যাচ্ছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র আন্দামান সফরের প্রাক্কালে এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিল কেন্দ্র সরকার। জানা গেছে পরিবর্তন আসছে রস আইল্যান্ড-এর নামে। নতুন নাম হচ্ছে “নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড”। পাশাপাশি নীল আইল্যান্ড ও হ্যাভলক আইল্যান্ড-এর নতুন নাম হচ্ছে, “শহিদ দ্বীপ” ও “স্বরাজ দ্বীপ”। উল্লেখ্য এবার ৭৫বছরে পদার্পণ করছে আজাদ হিন্দ সরকার। যা গঠিত হয়েছিল ১৯৪৩সালে। আর সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকেই এই সিদ্ধান্তের চূড়ান্ত ঘোষণা করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। সম্প্রতি রাজ্যসভা-র সাংসদ এ গণেশন বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, “যাদের বিরুদ্ধে লড়াই করে ভারত স্বাধীনতা অর্জন করেছে তাদের নামেই দেশে নামাঙ্কিত বহু জায়গা রয়েছে”। “যা দেশবাসীর কাছে লজ্জা-র বিষয়”। অতএব দীর্ঘ ভাবনা চিন্তার পরবর্তীতে এবার নাম বদলের সিদ্ধান্ত। এখান বলার বিষয় শহিদ ও স্বরাজ দ্বীপের সাথেও ইতিহাসের পাতায় যুক্ত রয়েছে নেতাজি-র নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাপান-এর দখল থেকে আন্দামান-কে মুক্ত করে আজাদ হিন্দ বাহিনী। শত্রুমুক্ত আন্দামানে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। তখনই আন্দামান ও নিকোবর দুটি দ্বীপপুঞ্জের নাম তিনি রেখেছিলেন “শহিদ” ও “স্বরাজ” দ্বীপ।