দীপান্বিতার দ্বীপ-জ্বলে উঠল উত্তর২৪পরগনায়ঃ

0
964

নিলাদ্রী ভৌমিক:বারাসত:আসন্ন কালীপুজোর প্রস্তুতিতে মেতে উঠেছে গোটা উত্তর ২৪ পরগনার পাঁচটি মহকুমার পুজো উদ্যোক্তারা। বিশেষকরে, বারাসত, মধ্যমগ্রাম এবং রাজারহাটের পুজোর থিম ও ভাবনা কলকাতাকে অনেক আগেই হার মানিয়েছে। বারাসতের পাইওনিয়র ক্লাব, রেজিমেন্ট, কেএন সি রেজিমেন্ট, সন্ধানী , শতদল বা নবপল্লীর পুজো এবারও বিষয় ভাবনায় লোকটানতে সক্ষম হবে বলে ইতিমধ্যেই বারাসতে সাড়া ফেলেছে। আবার পিছিয়ে নেই সংলগ্ন মধ্যমগ্রাম পুর এলাকাও৷ মেঘদূত, শ্রীনগর, বসুনগর এলাকায় চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি । অন্যদিকে, রাজারহাটের পুজোও দর্শক টানতে যেমন, বলিউড, টলিউড শিল্পীদের পুজোয় উপস্থিত করাকে রেওয়াজে পরিণত করেছে, সেরকম থিমেও রয়েছে বড় চমক। বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের ক্লাব লালকুঠি নেতাজি সংঘ ৪২ তম বর্ষে তুলে ধরছে থিমের মাধ্যমে জাদু আলোর খেলা। পুজো প্রাঙ্গণে দেখা গেল, শিল্পী শিবশঙ্কর দাসের নেতৃত্বে লেজার আর সুতো দিয়ে কাজ হচ্ছে। পুজোর ট্যাগলাইন- আমরা যা ভাবি, অন্যরা কাল তা ভাবে। সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যাভিনিউ-এর প্রগতি সংঘ ৫০ তম বর্ষে অ্যাডভান্সড টেকনোলজিকে থিম করে প্রযুক্তির ভবিষ্যতকে তুলে ধরেছ । যা গল্প হলেও, সত্যি। এখান থেকে কিছুটা দূরেই জগদীশ স্পোর্টিং ক্লাবের ভাবনায় উঠে আসছে ,মঙ্গল কামনা। ১ নম্বর বরো চেয়ারম্যান শাহনাওয়াজ (ডাম্পি) মন্ডলের পুজো বলে খ্যাত নওজোয়ান সংঘের নতুন. চমক তালিতেই জাদু। এখানে সমুদ্রের তলদেশের দৃশ্য তুলে ধরা হবে। থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে, তিনভাগ জল ও একভাগ স্থল। দর্শনার্থীরা হাততালি দিলেই মন্ডপের রঙ নাটকীয়ভাবে পরিবর্তন হবে। রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের ক্লাব রাজারহাট চৌমাথার হরেকৃষ্ণ পল্লী স্মৃতি কল্যাণ সংঘের ৫১ তম বর্ষে বড় আকারে পুজোর আয়োজন করা হয়েছে। এছাড়াও, নারায়ণপুর নারকেলবাগানের শক্তি সংঘের পুজোয় এবার মন্ডপ ব্যাঙ্গালুরুর ইসকন মন্দির। ভাবনায় শাক্ত ও বৈষ্ণব মিলন। এককথায় এবারও বারাসতকে টেক্কা দিতে দীপান্বিতার আলোয় আলোকিত হবে রাজারহাট-নারায়ণপুর অঞ্চল। বনগাঁয় সাবেকি পুজো বলতে হিন্দুমহাসভার পুজো৷এই পুজোকে ঘিরে বনগাঁর মানুষের বনেদিয়ানা চোখে পড়ার মতো।দশ ফুট দৈর্ঘের প্রতিমার প্রস্তুতি চলছে জোর কদমে৷ অন্যদিকে উওর২৪পরগনা ও নদীয়ার সীমান্তবর্তী গ্রামে শিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার পরিচালিত কালী পুজো কে ঘিরে এখন থেকেই মেলা বসে গেছে এলাকায়৷ এবারে তাদের মন্ডপ হচ্ছে ব্যাংককের “ভ্যান ট্র্যামিট” বৌদ্ধ মন্দিরের আদলে৷ থাকছে আলোর খেলা এবং সেই সাথে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান৷ একই সাথে বাগদা,হ্যালেঞ্চা এলাকাতেও শ্যামা মায়ের পুজোর প্রস্তুতি চলছে দ্রুত গতিতে৷ প্রশাসন দুর্গা উৎসবের মত,কালীপুজোকেও শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করতে বদ্ধ পরিকর৷

Previous articleনিম্ন চাপের বৃষ্টিতে, জবা ফুলের দাম হবে এবার আকাশছোঁয়া।
Next articleঅমিত শাহকে এ রাজ্যের লোকসভার প্রার্থী ঘোষণা,মুকুলের কৌশলঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here