দিল্লির হিংসা নিয়ে শাহকে তোপ ‌অভিষেকের

0
311

দেশের সময় ওয়েবডেস্কঃ আপনি ‌দিল্লিতে বসে আছেন। আর আপনার নাকের ডগায় ৫০ জন মানুষের প্রাণ চলে গেল দেশের রাজধানীতে!‌‌ সভার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঠিক এই মর্মেই আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারের শহিদ মিনারের সভায় এসে রাজ্যের বিজেপি নেতৃত্বকে ভোকাল টনিক দিতে নানা কিছু বলেছেন। মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেছেন শাহ।

শাহের সব বক্তব্যকে খণ্ডন করে এদিন টুইটারে অভিষেক বলেন, ‘‌আপনার নাকের ডগা থেকে কীভাবে ৫০ জন সাধারণ মানুষের প্রাণ গেল? বাংলায় এসে বাণী না দিয়ে, আপনার আগে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। অমিত শাহ দিল্লি সংঘর্ষে কীভাবে আপনার নাকের ডগা থেকে ৫০ জন সাধারণ মানুষের প্রাণ চলে গেল, তার জবাব দিন। শাহ মহাশয়, বিজেপির ধর্মান্ধতা ও হিংসা ছাড়াই ভালো রয়েছে বাংলা।

আগামী বিধানসভায় বিজেপি পূর্ণশক্তি নিয়ে ক্ষমতায় আসবে বলে দাবি করে অমিত বলেন, ক্ষমতায় আসলে মাত্র পাঁচ বছরেই পশ্চিমবঙ্গকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘‌সোনার বাংলা’‌ করে গড়ে দেবে বিজেপি। সারা দেশের মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে নাম ২০ নম্বরে বলে এদিনই ঘোষণা করেন অমিত।

মমতাকে ভূমিকন্যা হিসেবে বোধহয় মানেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই বললেন, ২০২১–র ভোটের পর বাংলার কোনও ভূমিপুত্রই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন।

Previous articleগ্রামাঞ্চলের ফুটবল প্রতিভাদের তুলে আনতে ,নিজের গ্রামেই ফুটবল একাডেমি চালু করলেন শিল্টন
Next articleমুকুল রায় বিজেপিতে প্রায় আড়াই বছরেও কোনও বড় পদ পাননি,শহিদ মিনার মঞ্চে তার সম্পর্কে বড় কথা বলে দিলেন অমিত শাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here