দেশের সময় ওয়েবডেস্কঃ ঢাকারতারকা হাসপাতাল হিসেবে পরিচিত ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন ৫ জন। বুধবার এই বেসরকারি হাসপাতালের উঠোনে করোনাভাইরাসের রোগীদের জন্য খাটানো তাঁবুতে আগুন লাগে।
হাসপাতালে কর্মরত ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানিয়েছেন, “রাত ৯টা ৫৫ মিনিট নাগাদ আগুন লাগার পর বারিধারা ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে। করোনা ইউনিটে থাকা পাঁচ জন মারা গেছেন।”
ঢাকার ফায়ার সার্ভিসের সূত্রে আরো জানা যাচ্ছে, নীচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মূল ভবনের বাইরে শর্টসার্কিট থেকে আগুন লাগে। ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণেই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ৫ জন।
গভীর রাত পর্যন্ত মৃতদের পরিচয় জানা সম্ভব হয়নিনি।