ঝুমুরা আসছে..

0
943

পরিচালক অনিন্দ্য চ্যাটার্জ্জীর ছবি ঝুমুরার বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হবে গোর্কি সদনে আগামী ২৭শে ডিসেম্বর ২০১৮ সন্ধ্য ৬টায়| এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল।ছবির মূল ভূমিকায় সোহিনী সরকারও সমদর্শী দত্ত। ভারতীয় সংস্কৃতি থেকে প্রায় হারিয়ে যেতে বসা লোক শিল্প ঝুমুর কে কেন্দ্র করে এ ছবির বিষয় আবার্তত ।ঋক ও সাহানা নামে দুই তরুণ সাংবাদিক পুরুলিয়ায় গিয়ে লোকগীতি ঝুমুর ও ঝুমুর শিল্পীদের জীবন নিয়ে অনুসন্ধান কর তে শুরু করে। তাদের জীবন, সংগ্রাম ও ভালবাসাকে নিয়ে কাহিনী এগিয়ে চলে।আলটিমাক্স প্রোডাকশন্স প্রযোজিত এই ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন সাবিত্রী চ্যাটার্জী,পার্থসারাথি চক্রবর্তী,কুচিল মুখার্জী.সৌরভ চক্রবর্তী ও তানিয়া কর৷সঙ্গীতে পীযূষ চক্রবর্তী ও সুব্রত দাস ব্রক্ষ।

Previous articleপৌষের হাওয়ায় গা ভাসিয়ে বাউলের সুরে কান পাতা, শুরু সংস্কৃতির উৎসব
Next articleথেমে গেল দ্বিজেনের কন্ঠ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here