ঝড়ের রাতে কলকাতায় এক মহিলাকে রাস্তা থেকে উদ্ধার করল পুলিশ

0
1444

পার্থ সারথি চক্রবর্তী, কলকাতা,দেশের সময় দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা : ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ।। ২০ লক্ষ বা তার বেশি জনসংখ্যা আছে এমন ১৯টি বড় শহরে সংঘটিত অপরাধের সংখ্যা বিচার করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র ২০১৭ সালের তথ্য এমনটাই জানাচ্ছে।

এবং আবারো তাঁরই প্রমাণ মিললো কলকাতার বিধাননগর , উল্টোডাঙ্গা চত্বরে কর্তব্যরত সার্জেন্ট অরিত্র মুখোপাধ্যায় র কাছ থেকে। শনিবার বুলবুল এর দাপটকে বুড়ো আঙুল দেখিয়ে নাইট ডিউটি করার সময়, তাঁর চোখে পড়ে একজন মধ্যবয়সি মহিলা, দেখেই বুঝতে পারেন মহিলা টি বিদ্ধস্ত , সময় নষ্ট না করে মহিলা কে জিজ্ঞাসাবাদ করে অরিত্র জানতে পারেন, তাঁর নাম রাধিকা ঢালী, বাড়ি বর্ধমান এর গলসি তে, বাড়ির অত্যাচারে তিনি এই দুর্যোগের রাতে বাড়ি ছাড়তে বাধ্য হয়।

মানসিক ভাবে ভেঙে পড়া মহিলা কে, কলকাতা পুলিশ এর সার্জেন্ট অরিত্র ভরসা দেয়, এবং পরে তাকে মানিকতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে।।
এই বিষয় আরো জানতে চাওয়া তে , পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়,
ভবিষ্যতে কলকাতাকে আরও নিরাপদ করে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

Previous articleDesher Samay Epaper
Next articleআশ্রয় কেড়েছে বুলবুল, মুড়ি খেয়ে ত্রাণশিবিরে কাটছে রাত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here