ছটপুজোকে ঘিরে অশান্তি, ভাঙল রবীন্দ্র সরোবরের গেট, গ্রিন ট্রাইব্যুনালকে বুড়ো আঙুল

0
811

দেশের সময় ঃদূষণ ঠেকাতে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ ছিল, ছটপুজো থেকে বাদ রাখতে হবে রবীন্দ্র সরোবরের জলকে। এতে ব্যাপক দূষণ ছড়াচ্ছে। কিন্তু শনিবার সকালে সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তাণ্ডব চলল সরোবরে। একদল যুবকের নেতৃত্বে ভেঙে ফেলা হল সরোবরের গেট। তারপর ওই জলেই শুরু হল পুজোর প্রস্তুতি।

এদিন সকাল এগারোটা নাগাদ রবীন্দ্র সরোবরের বাইরে জড়ো হয় বেশ কয়েকজন যুবক। শুরুতেই তারা পুরসভার পোস্টার ছিঁড়তে শুরু করে বলে স্থানীয়দের অভিযোগ। গেট বন্ধ থাকায় বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে শুরু হয় বচসা। এরপর গেট ভেঙে সরোবরের ভিতরে ঢুকে পড়ে বলে আভিযোগ। এরপর বহু মহিলা পুজোর সামগ্রী নিয়ে চলে আসেন সেখানে।

গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে রক্ষা করতে পুলিশের উচিত ছিল এখানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা। কিন্তু শুধু পোস্টার লাগিয়েই থেমে যায় প্রশাসন। গোটা ব্যাপারটা ছেড়ে দেওয়া হয় বেসরকারি নিরাপত্তারক্ষীদের উপর। ফলে যা হওয়ার তাই হয়েছে।

একাধিক পরিবেশ সংগঠনের পক্ষ থেকে গ্রিন ট্রাইব্যুনালে আপত্তি জানানো হয়। তথ্য দিয়ে সেই সংগঠনগুলি ট্রাইব্যুনালকে বলে, ছটপুজোর আগে সরোবরের জল যে অবস্থায় থাকে আর পুজোর পরে যা চেহারা নেয়—তার মধ্যে আকাশ-পাতাল ফারাক রয়েছে। দেখা যায় ব্যাপক দূষণ ছড়ায়।

রবীন্দ্র সরোবরকে দক্ষিণ কলকাতার ফুসফুস বলেন অনেকে। আকাশচুম্বী বহুতলের মাঝে এই এলাকায় একমাত্র সবুজ। বহু মানুষ প্রাতঃভ্রমণে বেরোন এখানে। প্রতিবছরই ছটপুজোর সময়ে রবীন্দ্র সরোবর নিয়ে অভিযোগ ওঠে। চলতি বছরের গোড়ার দিকে রায় দিয়ে সরোবরের জলে পুজোর কাজে নিষেধাজ্ঞা জারি করে গ্রিন ট্রাইব্যুনাল। কিন্তু এদিন সেসব কিছুই রইল না।

Previous articleগুলিতে জখম এক পুলিশ অফিসার-সহ চারজন,ফের উত্তপ্ত সন্দেশখালি
Next articleDesher Samay E paper

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here