চিরঘুমে সাতের দশকের ‘রাতপরী’ মিস শেফালি!

0
596

দেশের সময় ওয়েবডেস্কঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাতের দশকের সেনসেশন মিস শেফালি। আজ, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় সোদপুরের বাড়িতে মারা যান তিনি। বয়স হয়েছিল ৭৬ বছর। বহু দিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি।
প্রথম বাঙালি ক্যাবারে ড্যান্সার হিসেবে তাঁকে চিনেছিল বাঙালি। তাঁর আসল নাম আরতি দাস। কিন্তু মিস শেফালি নামেই ঝড় তুলেছিলেন তিনি। সাতের দশকের ‘রাতপরী’ও বলা হতো তাঁকে। সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দী’ এবং ‘সীমাবদ্ধ’ ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয়ও করেছিলেন তিনি।


একটা বয়সের পর কালের নিয়ম মেনেই প্রচারের আলো সরে গেছিল। শোনা যায়, দীর্ঘদিন ধরে কাজ না পেয়ে হতাশায় ভুগতেন তিনি। অভিমান ছিল, শিল্পী হিসেবে তেমন মর্যাদা পাননি বলেও। বেশ কয়েক বছর পর্দার আড়ালেই ছিলেন তিনি। শেষ জীবনে সঙ্গী হয়েছিল অসুখবিসুখ, অর্থকষ্ট।


পারিবারিক সূত্রের খবর, কিছু দিন আগে অসুস্থ হয়ে পড়ার কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মিস শেফালিকে। কয়েক দিন আগে বাড়ি ফিরেছিলেন তিনি। সুস্থ হয়ে উঠছিলেন তিনি। সামান্য হাঁটাচলাও করতেন। কিন্তু আজ ভোরে হঠাৎই মারা গেলেন তিনি।

Previous articleYour Shot 🔘 Street dogs deserve to live!
Next articleশতবর্ষ উদযাপন শোভাযাত্রায় বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here