নিলাদ্রী ভৌমিক:কলকাতা: শনিবার প্রকাশ্য দিবালোকে মোটর সাইকেলে চেপে আগ্নেয়াস্ত্র সহ এক প্রমোটারের উপর হামলা চালায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ প্রমোটার শেখর পোদ্দারকে স্থানীয় মানুষ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে দমদম পার্ক এলাকায়। এদিন সকালে কেষ্টপুরের বাড়ি থেকে দমদম পার্কে নির্মীয়মান বহুতলের কাজ দেখতে এসেছিলেন, প্রমোটার শেখর পোদ্দার। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী সকাল এগারোটা নাগাদ বাইকে করে দুই যুবক এসে আচমকা আগ্নেয়াস্ত্র দিয়ে শেখরবাবুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাঁর কানে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রামাটারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা বলেন, রোগীর অবস্থা উদ্বেগজনক। ঘটনাস্থলে দমন্দম ও লেকটাউন থানার পুলিশ ছুটে আসে। কেন এই আক্রমণ, এর পিছনে সিন্ডিকেড রাজ না পুরনো শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ। এখানে শেখরবাবু জি-ফোর প্লাস বিল্ডিং নির্মাণ করছেন। এদিকে, দিনে-দুপুরে বাইকে করে এসে এই হামলায় আতঙ্কিত স্থানীয় আবাসনের বাসিন্দারা। ওই প্রোমোটার নিজের সাইটে এদিন সকালে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সকাল ১১টা নাগাদ বাইকআরোহী দুই দুষ্কৃতী ওই নির্মীয়মাণ বহুতলের সামনে এসে একতলায় ঢুকে ওই প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি লুটিয়ে পড়লে বাইকেই চম্পট দেয় দুজন। দুজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। গুলির শব্দ পেয়ে বহুতলের নির্মাণ শ্রমিকরা এবং স্থানীয় বাসিন্দারা ছুটে যান ঘটনাস্থলে। দুষ্কৃতীদের পালাতেও দেখেন তাঁরা। রক্তাক্ত প্রোমোটারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দমদম থানার পুলিস গিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জখম ব্যক্তির পরিবারের সদস্যদের। পুরনো শত্রুতা নাকি ব্যবসায়িক বিবাদ, ঠিক কী কারণে এই গুলি তা জানতে তদন্তে নেমেছে পুলিস ফাইল চিত্র