গুরুতর অসুস্থ অরুণ জেটলি, দিল্লির এইমসে চলছে চিকিৎসা তাঁকে দেখতে গেলেন মোদী-শাহ

0
401

দেশের সময় ওয়েবডেস্কঃএইমসে ভর্তি হলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। জানা গিয়েছে, শুক্রবার সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এইমসে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, কার্ডিওলজি বিভাগে চিকিৎসা চলছে তাঁর। সূত্রের খবর, মেডিক্যাল চেক-আপের জন্যই ভর্তি করা হয়েছে তাঁকে।

গত দু’বছর ধরেই অসুস্থ ছিলেন অরুণ জেটলি। গত বছর তিন মাসের জন্য জনসমক্ষে সে ভাবে দেখা যায়নি তাঁকে। পরে জানা গিয়েছিল কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল তাঁর। দীর্ঘদিন চিকিৎসার জন্য আমেরিকায় ছিলেন তিনি। সে সময় অস্থায়ী ভাবে অর্থ মন্ত্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে। তিনিই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন। লোকসভা নির্বাচনের প্রচারেও অংশ নেননি অরুণ জেটলি।

তবে জেটলির শারীরিক অবস্থা সম্পর্কে এখনও সে ভাবে বিশেষ কিছু জানায়নি এইমস কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হাসপাতালে অরুণ জেটলিকে দেখতে গিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

Previous articleমোদীর ঘোষণায় নতুন ভূস্বর্গ গঠনের ডাক
Next articleবর্ষার স্পেশাল খিচুড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here