কাদের অর্থ আসবে, কাদের আর্থিক হানি, কেমন যাবে কর্মক্ষেত্র থেকে দাম্পত্য? জানুন আপনার রাশিফল

0
943


মেষ – আজ অর্থ উপার্জন ভালই হবে। বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য দিনটি ভাল।

বৃষ – অফিস থেকে ফিরে মনের মতো কাজ করতে পারবেন। প্রয়োজনীয় বিশ্রাম নিন, নাহলে ক্লান্ত বোধ করতে পারেন। 

মিথুন – মনের মানুষের সঙ্গে ডেটে যাওয়ার প্ল্যান ক্যানসেল হওয়ায় হতাশা। খরচ বৃদ্ধিতে মানসিক শান্তি নষ্ট। 

কর্কট – আর্থিক হানির আশঙ্কা। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। 

সিংহ – পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। 

কন্যা – রসিক স্বভাবের জন্য আপনার জনপ্রিয়তা বাড়বে। স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটবে। 

তুলা – দিনটি আরামে কাটবে। ভালবাসার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। 

বৃশ্চিক – আচরণ ভাল রাখুন। আজ নিজেকে দেওয়ার জন্য যথেষ্ট সময় পাবেন। 

ধনু – স্ত্রীর স্বাস্থ্যের প্রতি নজর দিন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। 

মকর – আজ কোনওরকম সহায়তা ছাড়াই অর্থ উপার্জন। আধ্যাত্মিক পরামর্শে পথের দিশা পেতে পারেন।

কুম্ভ – ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। প্রকৃত প্রেম কী তা আজ জানতে পারবেন। 

মীন – আজ পরিবারে শান্তি বজায় থাকবে। ভাবনাচিন্তা ইতিবাচক রাখুন। 

Previous articleকোনও জল্পনা করবেন না,ইডেন দেখাব রাজ্যপালকে জানালেন সৌরভ
Next articleসাত তারিখ নন্দীগ্রামে যাচ্ছেন না মমতা!শুভেন্দু ঘনিষ্ঠরা কী বলছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here