দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতা থেকে জেলা– বিজেপির মিছিলে হামলা নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধানের দ্বারস্থ হলেন প্রবীণ নেতা মুকুল রায়। মঙ্গলবার বিকেলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন মুকুলবাবু। এদিন রাজভবন থেকে বেরিয়ে তিনি বলেন, “যেভাবে বারবার বিজেপি নেতা-কর্মীদের উপর আক্রমণ হচ্ছে তাতে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। বাংলায় যে অরাজকতা চলছে।”
বাংলায় কি ৩৫৬ ধারা চাইবে বিজেপি? মুকুলবাবু বলেন, “এসব কথা বলতে নেই। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর আমরা রাজ্যপালকে জানালাম। তিনিই সাংবিধানিক প্রধান। সবটাই তাঁর গোচরে রয়েছে। কাল কলকাতায় কী হয়েছে, আজ খেজুরিতে কী হয়েছে।”

মঙ্গলবার রাতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামীকাল কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মুকুল রায়।
গতকাল দক্ষিণ কলকাতায় শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের রোড শোয়ে জায়গায় জায়গায় ইটবৃষ্টি হয়েছিল। তারপর এদিনও খেজুরিতে বিজেপির উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

এদিন খেজুরির মঞ্চ থেকে হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেছেন, রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিচ্ছি। ব্যবস্থা না হলে সোমবার তমলুকে এসপি অফিসের সামনে বসব। ছাড়ার কোনও জায়গা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here