দেশের সময় ওয়েবডেস্ক: বাংলায় করোনা আক্রান্ত আরও একজন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ১০। জানা গিয়েছে, ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি নয়াবাদ এলাকার বাসিন্দা। মঙ্গলবার ২৩ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা হয় এবং বুধবার রিপোর্ট আসে পজিটিভ। জানা গিয়েছে, এই ব্যক্তি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি।সূত্রের খবর,এই ব্যক্তির পরিবারের কেউও বিদেশে বা করোনা আক্রান্ত দেশগুলিতে সাম্প্রতিক সময়ে যাননি।
কলকাতায় করোনা আক্রান্ত যে প্রৌঢ়ের মৃত্যু হয়েছে তাঁর বিদেশ যোগ নিয়ে ইতিমধ্যেই নানা কথা শোনা গিয়েছে। মৃতের পরিবারের দাবি ছিল ওই ব্যক্তি সম্প্রতি বিদেশে যাননি। এমনকি তাঁদের পরিবারের কেউই বিদেশে যাননি সাম্প্রতিক সময়ে। তবে পরে শোনা গিয়েছে ওই পরিবারে একজন বিদেশ থেকে এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন মৃত ব্যক্তির পরিবারে ইতালি থেকে একজন এসেছিলেন। তবে এই ব্যক্তির বিদেশ যোগ নিয়ে নানা কথা উঠলেও নতুন করে আক্রান্ত ব্যক্তি বিদেশ যাননি বলে জানা যাচ্ছে। সেইসঙ্গেই উঁকি দিচ্ছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। এমনিতেও এই সপ্তাহটাই বাংলার জন্য গুরুত্বপূর্ণ বলা হয়েছিল কারণ এই সপ্তাহেই স্টেজ থ্রি বা গোষ্ঠী সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, যেমনটা ইতালিতে হয়েছিল। ফলে দশম আক্রান্তের খোঁজ পাওয়ার পরেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে শহরে।